দেশ

প্রধানমন্ত্রীর বঙ্গ সফরের দিন পরিবর্তন, আসছেন একদিন আগেই!

 প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বঙ্গ সফরের দিন পরিবর্তন হল। আগামী ৭ মার্চ বারাসতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভা করার কথা ছিল। কিন্তু বিজেপি সূত্রের খবর, প্রধানমন্ত্রীর ৭ মার্চ অন্য জরুরি কাজ থাকায় তার আগের দিন অর্থাৎ ৬ মার্চ রাজ্যে আসছেন মোদি। আগামী ৬ মার্চ সন্দেশখালি ইস্যুকে হাতিয়ার করে বারাসতে মহিলা ন্যায় সমাবেশের আয়োজন করতে চলেছে বঙ্গ বিজেপি। আর সেই সমাবেশেই বক্তব্য রাখবেন মোদি বলে বিজেপি সূত্রের খবর। দু’দিনের বিজেপির রাষ্ট্রীয় অধিবেশনে রাজনৈতিক প্রস্তাব পেশ করার সময় রাজনাথ সিং-এর মুখে উঠে এসেছে সন্দেশখালির মহিলাদের উপর অত্যাচারের অভিযোগ প্রসঙ্গ। এই প্রেক্ষাপটে এবার প্রধানমন্ত্রীকে বঙ্গ সফরে এনে লোকসভা নির্বাচনে মহিলাদের মন পেতে এখন মরিয়া বঙ্গ পদ্ম শিবির বলে মত রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের। সন্দেশখালির ঘটনাকে হাতিয়ার করে বিজেপির মহিলা মোর্চা তারাও রাজ্যজুড়ে মহিলা সুরক্ষা ইস্যুকে সামনে রেখে বিশেষ প্রচারে নামতে চলেছে বলে জানা গিয়েছে।