শনি ও রবিবার দিল্লিতে হবে জি২০ সম্মেলন। সম্মেলনের মধ্যেই অন্তত ১৫টি দ্বিপাক্ষিক বৈঠক করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সূত্রের খবর এমনই। তার মধ্যে শুক্রবারই বৈঠকে বসবেন মোদি–বাইডেন। ফ্রান্স প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গেও মোদির দ্বিপাক্ষিক বৈঠকের সম্ভাবনা রয়েছে। এমনকী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করতে পারেন মোদি। এমনটাই শোনা যাচ্ছে। এদিকে জি২০ সম্মেলন উপলক্ষ্যে রাজধানী দিল্লিকে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। একাধিক রাস্তায় যানবাহন নিয়ন্ত্রণ করা হচ্ছে। স্কুল–কলেজ থেকে শুরু করে একাধিক দোকান বন্ধ করে দেওয়া হয়েছে। বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরে ছুটি দিয়ে দেওয়া হয়েছে। কার্যত লকডাউনের চেহারা নিয়েছে দিল্লি।