দেশ

বাংলার ট্যাবলো বাতিলের পর এবার দিল্লির ইন্ডিয়া গেটে বসছে নেতাজির মূর্তি, ২৩ জানুয়ারি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

দিল্লিতে প্রজাতন্ত্র দিবসের প্যারেডে বাংলার নেতাজি থিমের ট্যাবলো বাতিল করা নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে নেতাজি সুভাষ চন্দ্র বসুকে অসম্মান করার অভিযোগে সরব হয়েছিল তৃণমূল ৷ আর এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এই ঘোষণা দেশজুড়ে হইচই ফেলে দিয়েছে ৷ এবার  ইন্ডিয়া গেটে বসতে চলেছে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি ৷ শুক্রবার টুইট করে এই ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ আগামী রবিবার নেতাজির ১২৫ তম জন্মজয়ন্তী ৷ ওই দিনই ওই মূর্তির উন্মোচন করবেন প্রধানমন্ত্রী৷ নেতাজিকে শ্রদ্ধা জানাতে গত বছর ২৩ জানুয়ারিকে পরাক্রম দিবস হিসেবে ঘোষণা করে মোদি সরকার ৷ এদিন প্রধানমন্ত্রী দু’টি টুইট করেছেন৷ প্রথমটিতে লিখেছেন, ’’সারা দেশ যখন নেতাজি সুভাষ চন্দ্র বোসের ১২৫তম জন্মজয়ন্তী পালন করছে, তখন এটা ঘোষণা করতে পেরে আমি আনন্দিত যে গ্রানাইট পাথরের তৈরি তাঁর একটি মূর্তি বসানো হবে ইন্ডিয়া গেটে ৷ ভারত যে তাঁর কতটা ঋণী, তার প্রতীক হিসেবে থাকবে ওই মূর্তি ৷’’এবারও পরাক্রম দিবস পালিত হচ্ছে ৷ তাছাড়া নেতাজিকে শ্রদ্ধা জানাতে তাঁর জন্মদিবসেই শুরু হচ্ছে গণতন্ত্র দিবসের অনুষ্ঠান ৷ এতদিন যা ২৪ জানুয়ারি থেকে শুরু হত ৷ কিন্তু তার পরও গত কয়েকদিন ধরে নেতাজিকে শ্রদ্ধা জানানো নিয়ে বিতর্ক চলছে ৷ এবার নেতাজিকে নিয়ে গণতন্ত্র দিবসের অনুষ্ঠানে ট্যাবলো পাঠাতে চেয়েছিল পশ্চিমবঙ্গ সরকার ৷ সেই ট্যাবলো বাতিল করে দেয় কেন্দ্র ৷ যা নিয়ে সরব হয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷