দেশ

দিল্লি ভোটের দিন সঙ্গমে পুণ্যস্নানে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

আগামীকাল মহাকুম্ভে পুণ্যস্নান করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দিল্লি বিধানসভা নির্বাচনের দিনই প্রয়াগরাজে যাচ্ছেন তিনি ৷ প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে মেলা চত্বরে নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে ৷ ভুটানের রাজা মঙ্গলবার পুণ্যস্নানে আসার জন্য মুখ্যমন্ত্রী যোগীও প্রয়াগরাজেই রয়েছেন ৷ প্রধানমন্ত্রীর সফরের আগে মঙ্গলবার তিনি নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করবেন বলে জানা গিয়েছে ৷ বুধবার সকাল 10টা নাগাদ বিশেষ বিমানে প্রয়াগরাজ বিমানবন্দরে পৌঁছবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সেখান থেকে হেলিকপ্টারে নৈনির দিল্লি পাবলিক স্কুল মাঠে অবতরণ করবেন ৷ এরপর 10টা 45 মিনিটে আড়িয়াল ঘাটে যাবেন ৷ সেখান থেকে নৌকা করে সঙ্গম নাকে পৌঁছবেন প্রধানমন্ত্রী ৷ কুম্ভমেলা চত্বরে বেলা 11টা থেকে সাড়ে 11টা পর্যন্ত সময় সংরক্ষিত করা হয়েছে ৷ স্নানের পর কিছু বিশিষ্ট সাধু-ঋষিদের সঙ্গেও দেখা করতে পারেন মোদি ৷ এরপর দুপুর সাড়ে 12টা নাগাদ একই পথে নয়াদিল্লি ফিরে আসার কথা রয়েছে তাঁর ৷ সময়সূচি অনুযায়ী, মহাকুম্ভে আড়াই ঘণ্টা থাকবেন প্রধানমন্ত্রী ৷ তবে এবার প্রয়াগরাজ সফরে তিনি সম্প্রীতির বার্তা দিতে পারেন বলে সূত্রের খবর ৷