দেশ

গুজরাতের সেতু-বিপর্যয়ে আহতদের সঙ্গে দেখা করতে হাসপাতালে প্রধানমন্ত্রী, ঢেকে দেওয়া হল কোম্পানির নাম লেখা সাইন বোর্ড

রবিবার সন্ধ্যায় গুজরাতের মোরবিতে মাচ্চু নদীর উপর হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ব্রিজ! এখনও পর্যন্ত মৃতের সংখ্যা প্রায় ১৪১। মঙ্গলবার মোরবিতে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ যেখানে ঝুলন্ত সেতু ভেঙে পড়েছিল, সেই জায়গায় পরিদর্শন করে দেখেন প্রধানমন্ত্রী, সঙ্গে ছিলেন গুজরাতের স্বরাষ্ট্রমন্ত্রী হরিশ সাংভি ৷ ভাঙা সেতুর এক প্রান্তে দাঁড়িয়ে এক আধিকারিকের কাছ থেকে সেদিনের দুর্ঘটনার বিবরণ শোনেন। এরপর হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে কথা বলেন। মোদির সফরের আগে সেতুর মেরামতি ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা কোম্পানির

নাম দেওয়া সাইন বোর্ড ঢেকে দেওয়া হয়। সেতু ভেঙে পড়ায় ওরেভা নামক এই বেসরকারি কোম্পানিকে কাঠগড়ায় তোলা হচ্ছে। সেই কোম্পানির নাম প্লাস্টিক দিয়ে ঢেকে দেওয়ায় নতুন করে বিতর্ক দেখা দিয়েছে। তাহলে কি প্রধানমন্ত্রীর থেকে অভিযুক্ত কোম্পানিকে আড়াল করার চেষ্টা হচ্ছে? ওরেভা কোম্পানিকে বরাত দেওয়ার পিছনে অনেক রাঘববোয়াল জড়িত বলে মনে করা হচ্ছে। তাই মোদি আসার আগে কোম্পানির নাম ঢেকে দেওয়া হল! দুর্ঘটনাস্থল পরিদর্শনের পাশাপাশি মোরবির সিভিল হাসপাতালে দুর্ঘটনায় আহত চিকিৎসাধীনদেরও দেখতে যান মোদি।