খেলা

আগামী ১৯ নভেম্বর নিজের নামাঙ্কিত স্টেডিয়ামে বিশ্বকাপ ক্রিকেটের ফাইনাল দেখবেন স্বয়ং প্রধানমন্ত্রী

আগামী ১৯ নভেম্বর গুজরাতের আহমেদাবাদে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আয়োজিত হতে চলা ২০২৩ বিশ্বকাপের ফাইনাল ম্যাচ দেখতে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর উপস্থিতি ফাইনালের গ্ল্যামার এবং গুরুত্ব বহুগুণে বাড়িয়ে তুলবে। সেই সঙ্গে মেগাফাইনালের নিরাপত্তাও বাড়ানো হবে বহুগুণে, তা বলাই বাহুল্য। চলতি বিশ্বকাপে স্বপ্নের ফর্মে রয়েছে টিম ইন্ডিয়া। এখনও পর্যন্ত দশে দশ করেছে ভারত। এতটা দাপটের সঙ্গে কোনও টুর্নামেন্টে খেলতে দেখা যায়নি ভারতীয় দলকে। রোহিত শর্মার নেতৃত্বে ভারতীয় দলের ছবিটাই বদলে গিয়েছে। মাঠে নেমে আগ্রাসী ব্যাটিং করছেন ব্যাটাররা। বল হাতে প্রতিপক্ষের রাতের ঘুম কেড়ে নিচ্ছেন রোহিতের বোলাররা। গোটা দেশের আশা, ভারতের এই স্বপ্নের দৌড় অব্যাহত থাকুক ফাইনালেও। অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আইসিসি ২০২৩ ক্রিকেট বিশ্বকাপের সেমি ফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে চমকপ্রদ জয়ের জন্য ভারতীয় ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন। প্রধানমন্ত্রী মোদি ফাইনালের জন্য শুভেচ্ছাও জানিয়েছেন। প্রধানমন্ত্রী এক্স হ্যান্ডলে লিখেছেন, “ভারতীয় টিমকে অভিনন্দন! ভারত দুর্দান্ত খেলেছে এবং চমকপ্রদভাবে ফাইনালে উঠেছে। দুর্দান্ত ব্যাটিং এবং ভালো বোলিং-এর সুবাদে আমাদের দল জিতেছে। ফাইনালের জন্য শুভেচ্ছা!”