দেশ

আগামী ৫ নভেম্বর কেদারপুরী পুনর্নির্মাণ প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

আগামী ৫ নভেম্বর কেদারপুরী পুনর্নির্মাণ প্রকল্পের উদ্বোধন। আর সেই অনুষ্ঠানে যোগ দিতে ওইদিন কেদারনাথে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ওই প্রকল্পে খরচ হতে চলেছে ২৫০ কোটি টাকা। উল্লেখ্য, গত ৭ অক্টোবর হৃষিকেশে এইমসে অক্সিজেন প্ল্যান্টের উদ্বোধনে গিয়েছিলেন মোদি। এবার কেদারনাথে নয়া উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন হতে চলেছে। জানা গিয়েছে, ২৫০ কোটি টাকার ওই প্রকল্পে আদি গুরু শঙ্করাচার্যর সমাধিক্ষেত্র পুনর্নির্মাণের পরিকল্পনা রয়েছে। প্রসঙ্গত, ২০১৪ সালে দেশের প্রধানমন্ত্রী হওয়ার পর বেশ কয়েকবার মোদি কেদারনাথে এসেছেন। তবে গত বছর করোনা মহামারীর জেরে এই পুণ্যতীর্থে আসতে পারেননি প্রধানমন্ত্রী। চলতি বছরে সংক্রমণ অনেকটা কমেছে। জোরকদমে চলছে টিকাকারণ। তাই বছরের শেষেই এবার কেদারনাথ সফরে যেতে চলেছেন প্রধানমন্ত্রী।