দেশ

২ দিনের ভুটান সফরে প্রধানমন্ত্রী মোদি

লোকসভা ভোট পর্ব শুরুর আগে শেষ বার বিদেশ সফরে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার ভুটানের রাজধানী থিম্পুতে পৌঁছেছেন তিনি। বৃহস্পতিবার তাঁর দু’দিনের ভুটান সফরে রওনা হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে খারাপ আবহাওয়ার কারণে যাত্রা বাতিল হয়েছিল।  শেষ পর্যন্ত ২৪ ঘণ্টা পর শুরু হল ঘোষিত সফর। বিমানবন্দরে প্রধানমন্ত্রী মোদিকে স্বাগত জানাতে হাজির ছিলেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। বিদেশ মন্ত্রকের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, থিম্পুতে ‘প্রধানমন্ত্রী মোদীর সফরে ‘প্রতিবেশী প্রথম’ নীতিকে গুরুত্ব দিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও দৃঢ় করার প্রচেষ্টা হবে’। থিম্পুতে ভারতের সহযোগিতায় নির্মিত একটি অত্যাধুনিক হাসপাতাল এবং শিশু চিকিৎসাকেন্দ্রেরও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মোদি।