খেলা

পদকজয়ী মনুকে ফোন করে শুভেচ্ছা প্রধানমন্ত্রী মোদির

 অলিম্পিকের গত সংস্করণ টোকিওতে হতাশা সঙ্গী হয়েছিল। পরিশ্রমের ফসল পেয়েছেন প্যারিস। গর্বিত দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা বার্তাতেই থেমে থাকেননি। সরাসরি ফোন করে কথা বলেছেন প্যারিসে ব্রোঞ্জ পদকজয়ী মনু ভাকেরের সঙ্গে। কী কথা হল তাঁদের? নমস্কার আমি প্রধানমন্ত্রী কার্যালয় থেকে বলছি। শোনার পরই, মনু ভাকেরের অভিব্যক্তি বদলে গেল গর্বে, উচ্ছ্বাসে। দেশের প্রধানমন্ত্রীর ফোন! মনু নমস্কার স্যার বলার পরই বন্দে মাতরম টোন বেজে উঠল। আর মুহূর্তের মধ্যেই গর্বিত প্রধানমন্ত্রীর গলায় মনু ডাক। প্যারিস অলিম্পিকে ভারতকে প্রথম পদক এনে দেওয়া মনু ভাকের প্রধানমন্ত্রী মোদীকে বলেন, ‘নমস্তে স্যার।’ প্রধানমন্ত্রী তাঁকে বলেন, ‘মনু, নমস্কার। অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা।’ প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে মনু জিজ্ঞেস করেন, ‘স্যার আপনি কেমন আছেন?’ প্রধানমন্ত্রী বলেন, ‘আমি ভালো আছি। বিশেষ করে আমাদের এই সাফল্যের খবর শোনার পর এত আনন্দ হচ্ছে।’ প্রধানমন্ত্রীকে মনু ভাকের আরও বলেন, ‘স্যার, আমাদের অ্যাথলিটরা ভালো পারফর্ম করছেন।’ প্রধানমন্ত্রী জবাবে বলেন, ‘আপনি ০.১ পয়েন্টের জন্য রুপো মিস করলেও দেশকে গর্বিত করছেন। আপনাকে দু-কারণে কৃতিত্ব দিতে হবে। প্রথমত, আপনি পদক জিতেছেন। ভারতের প্রথম মহিলা অ্যাথলিট হিসেবে শুটিংয়ে আপনি পদক এনেছেন। আমার তরফে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা। মনে পড়ে, টোকিও অলিম্পিকে বন্দুক আপনাকে ধোঁকা কিন্তু এ বার আপনি সব প্রতিকূলতা ছাপিয়ে সাফল্য পেয়েছেন।’ মনু ভরসা দেন, সামনে তাঁর যে আরও ইভেন্ট রয়েছে, তাতেও ভালো পারফরম্যান্সের চেষ্টা করবেন। মোদীও জানান, ‘আপনার উপর ভরসা রয়েছে। আমিও আশাবাদী, আপনি আরও ভালো পারফর্ম করবেন। শুরুটা এত সুন্দর হয়েছে, যা আপনার আত্মবিশ্বাস বাড়াবে এবং উৎসাহ জোগাবে।’