দেশ

১ লক্ষেরও বেশি মানুষের হাতে সম্পত্তি কার্ড তুলে দিচ্ছে মোদি সরকার

৬ ‌রাজ্যে চালু মোদি সরকারের ‘‌সম্পত্তি কার্ড’‌ প্রকল্প, বাদ বাংলা

আজ স্বামীত্ব স্কিমের সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই স্কিমে প্রায় এক লক্ষ মানুষকে সম্পত্তি কার্ড তুলে দেবে মোদি সরকার। প্রপার্টি কার্ড প্রত্যন্ত এলাকার অর্থনৈতিক রূপরেখা বদলে দেবে মনে করছে সরকার। প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও) মতে, গ্রামীণ ভারত আত্মনির্ভর করার পথে নতুন পথ দেখাবে এই স্কিম। এসএমএস লিংকের মাধ্যমে সম্পত্তি কার্ড ডাউনলোড করা যাবে। উত্তরপ্রদেশ, হরিয়ানা, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, উত্তরাখণ্ড ও কর্নাটকে প্রাথমিকভাবে এই স্কিম চালু করা হচ্ছে। উত্তরপ্রদেশের ৩৪৬টি, হরিয়ানার ২২১টি, মহারাষ্ট্রের ১০০টি, মধ্যপ্রদেশের ৪৪টি, উত্তরাখণ্ডের ৫০টি ও কর্নাটকের ২টি গ্রামের বাসিন্দাদের কাছে এই কার্ড পৌঁছে দেওয়া হবে। কেন্দ্রের দাবি, ২০২৪ সালের মধ্যে সারা দেশের ৬.৬২ লক্ষ গ্রামে এই সুবিধা পৌঁছে দেওয়া হবে। নরেন্দ্র মোদির মতে আত্মনির্ভর ভারত গড়ার লক্ষ্যে প্রথম ধাপ এই স্কিম। ২৪ এপ্রিল জাতীয় পঞ্চায়েতিরাজ দিবসে স্বামীত্ব যোজনা প্রকল্পের ঘোষণা করেছিলেন মোদি। সেদিনই প্রপার্টি কার্ডের কথাও জানানো হয়। তারপরই দেশের ছটি রাজ্য সার্ভে অফ ইন্ডিয়ার সঙ্গে চুক্তি সই করেছিল। আজ ভার্চুয়াল ভাষণের মাধ্যমে এই কার্ড চালু করলেন প্রধানমন্ত্রী। খুব দ্রুত ৭৬৩ গ্রামের অন্তত এক লক্ষ মানুষের মোবাইলে কার্ড ডাউনলোডের লিংক এসএমএসে পৌঁছে যাবে। সেই লিঙ্কে ক্লিক করে তাঁরা প্রপার্টি কার্ড ডাউনলোড করে নিতে পারবেন বলে জানা গিয়েছে।