দেশ

বড় ষড়যন্ত্রের পর্দাফাঁস, বৌদি পরিচয়ে হাথরসে নির্যাতিতার বাড়িতে এক ‘ছদ্মবেশী’ মহিলা!

হাথরস কাণ্ডে আর এক নতুন তথ্য প্রকাশ্যে এসেছে। এদিকে শনিবার সিটের থেকে সিবিআইয়ের হাতে তদন্তভার দেওয়া হয়েছে। এরই মধ্যে জানা গিয়েছে, নির্যাতিতার বৌদি হিসেবে পরিচয় দেওয়া মহিলা নির্যাতিতার আসল বৌদি নন। তিনি নকশাল আন্দোলনের সঙ্গে যুক্ত নেত্রী। যিনি এতদিন পর্যন্ত ওই মহিলা নির্যাতিতার বৌদি সেজে বয়ান দিতেন। সংবাদমাধ্যমের কাছেও বৌদি সেজে একাধিকবার বয়ান দিয়েছেন। পরিবারকে জিজ্ঞাসাবাদের সময় এসআইটি-র সামনেও ছিলেন সেই মহিলা। নির্যাতিতার বৌদি বলে পরিচয় দেওয়া সেই ছদ্দবেশী মহিলা পুলিশের সামনেও দিনের আলোয় ঘুরে বেড়িয়েছেন। সন্দেহের পরে তদন্ত চালিয়ে এসআইটি-র সদস্যরা জানাতে পারেন ওই ছদ্মবেশী মহিলার নাম রাজকুমারী বানসাল। তিনি জবলপুরের সুভাষচন্দ্র বোস মেডিকেল কলেজের অধ্যাপিকা তিনি। নকশাল আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। পরিচয় জানাজানি হওয়ার পর ওই মহিলা দাবি করেছেন, তিনি মানবিকতার খাতিরে নির্যাতিতার পরিবারের লোকজনের কাছে চলে আসেন। এই ঘটনার কথা শোনার পরই তিনি হাথরসের বুলগড়ী গ্রামে আসেন। এদিকে নির্যাতিতার পরিবারের দাবি, ওই মহিলা তাঁদের দুঃসম্পর্কের আত্মীয়া। পরিবারের এমন বিপদের দিনে আর পাঁচজন আত্মীয়ের মতো তিনিও তাঁদের পাশে দাঁড়িয়েছিলেন।