দেশ

২০২৫-এর অর্থমন্ত্রীর বাজেটকে ‘জনমুখী’ তকমা প্রধানমন্ত্রী মোদি

২০২৫-২৬ অর্থবর্ষের বাজেটের ভূয়সী প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ও তাঁর টিমকে অভিনন্দন জানিয়ে এ বারের বাজেটকে ‘জনমুখী’ বলেই আখ্যা দিলেন তিনি। বাজেটের একাধিক পয়েন্ট তুলে ধরে কর্মসংস্থানের সুযোগ, আমজনতার সুরাহা হবে বলে জোরাল দাবি করলেন প্রধানমন্ত্রী। নির্মলা সীতারামনের এই বাজেটকে জনমুখী আখ্যা দেওয়ার কারণও ব্যাখ্যা করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘এই বাজেট সেভিংস বাড়াবে, বিনিয়োগ বাড়াবে, খরচের ক্ষমতা বাড়াবে এবং সর্বোপরি উন্নয়নের গতি আনবে। সাধারণত বাজেটের ফোকাস থাকে সরকারের রাজস্ব আদায় কী ভাবে হবে সেই দিকে। কিন্তু এই বাজেট সম্পূর্ণ উল্টো। সরকারি কোষাগার নয়, দেশের নাগরিকদের পকেট কী ভাবে ভরবে, কী উপায়ে সেভিংস বাড়বে, তাঁরা উন্নয়নের অংশীদার কী ভাবে হবেন, তার উপরই গুরুত্ব দেওয়া হয়েছে। সংস্কারের লক্ষ্যে বড় বড় পদক্ষেপ নেওয়া হয়েছে এই বাজেটে।’ শনিবার তৃতীয় মোদী সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করেন নির্মলা সীতারামন। ভারতের বিকাশ যাত্রায় এ বারের বাজেট অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন প্রধানমন্ত্রী। তাঁর কথায়, ‘১৪০ কোটি ভারতীয়ের আকাঙ্খার বাজেট এটি। প্রত্যেক ভারতীয়ের স্বপ্নপূরণের বাজেট। যুব সম্প্রদায়ের কাছে একাধিক ক্ষেত্রে নয়া দিশার উন্মোচন হলো। বিভিন্ন ক্ষেত্রে কর্মসংস্থানের দরজা খুলে গেল।’