জেলা

২ মে-র পর দিদির পরাজয় নিশ্চিত, প্রথম ৪ দফায় বাংলার মানুষ বিজেপিকে আশীর্বাদ করেছে: প্রধানমন্ত্রী

ফের বাংলায় নির্বাচনী প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার প্রচারসভা থেকে ভোটপ্রচারে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে তুলোধোনা করলেন বিজেপির হেভিওয়েট প্রচারক।জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী মোদি বললেন, “চার দফা ভোটদান, তৃণমূল খানখান।” কয়লাঞ্চলে চলতে থাকা মাফিয়ারাজ, কয়লা পাচার নিয়েও ঘাসফুল শিবিরকে একহাত নিলেন তিনি।   প্রধানমন্ত্রীর অভিযোগ, “উন্নয়নের সামনে দেওয়ালের মতো দাঁড়িয়ে পড়েছেন দিদি। উন্নয়ন আটকে দেওয়া সরকার চায় না বাংলা।” কেন্দ্রের কোনও বৈঠকেই মুখ্যমন্ত্রী যোগ দেননি বলে অভিযোগ করেন মোদি। তাঁর কথায়, “করোনা বৈঠক, নীতি আয়োগের বৈঠকে সব মুখ্যমন্ত্রীরা আসেন। একমাত্র দিদি আসেননি। বাংলার মানুষের জন্য  দিদির কাছে কোনও সময় নেই। শরণার্থীদের জন্য দেশে আইন করা হয়েছে। তা নিয়েও দিদির আপত্তি রয়েছে। দিদি  নিজেকে সংবিধানের ঊর্ধ্বে ভাবেন।” মোদির কটাক্ষ,  “দিদি অহংকারী হয়ে গিয়েছেন। তাই সকলকে নিজের সামনে ছোট দেখতে পান।” শুক্রবারই শীতলকুচিকাণ্ড নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি অডিও টেপ প্রকাশিত হয়। এদিন সেই টেপ নিয়েও মমতাকে বিঁধলেন মোদি। বললেন, “কোচবিহারে যা হয়েছে তার একটি অডিও টেপ সামনে এসেছে। শোনা গিয়েছে পাঁচজনের মৃত্যু নিয়ে রাজনীতি করছেন দিদি। ভোট ব্যাংকের জন্য কতদূর যাবেন আপনি? মৃতদেহ থেকে নিজের ফায়দা খুঁজছেন মমতা। এটা ওঁর অনেকদিনের অভ্যেস।” তৃণমূল নেত্রী শুধু কেন্দ্রীয় বাহিনী নয়, সেনারও নিন্দা করেন বলে অভিযোগ মোদির। এমনকী, গত ৩ বছর আগে রামনবমীর দিন সাম্প্রদায়িক হিংসা ছড়ায় আসানসোল এলাকায়। এই অশান্তিতে তৃণমূল নেত্রী মদত দিয়েছেন বলেও অভিযোগ করেছেন তিনি।  তিনি বলেন, ‘এবার বাংলায় প্রথম শান্তিতে ভোট হচ্ছে। নির্ভয়ে ভোট দিচ্ছে মানুষ। বাংলায় অনুপ্রবেশ রুখবে বিজেপি।’ তাঁর প্রশ্ন, ‘দিদির লোকেরা যখন বাংলার মানুষকে লুঠ করে, দিদি যখন বাংলার মানুষকে প্রতারণা করে। তখন আমি কি চুপ করে থাকতে পারি?’

একনজরে দেখে নিন কী কী বললেন প্রধানমন্ত্রী-

  • ছাপ্পা ভোট বন্ধ হওয়ায় দিদি মেজাজ হারাচ্ছেন
  • তফশিলি মানুষদের দিদি ভিখারি বলছেন
  • পশ্চিমবঙ্গ আপনার দুর্নীতিতে বিরক্ত, আপনার ইচ্ছাশক্তি নিয়েও বিরক্ত
  • ভোটের পর প্রাক্তন মুখ্যমন্ত্রী হিসেবে সার্টিফিকেট পাবেন দিদি
  • সেই সার্টিফিকেট বাড়িতে রাখতে হবে
  • দিদির দুর্নীতির জন্য বার্ধক্যভাতা পাওয়া যাচ্ছে না
  • মৃত্যু নিয়েও ভোটের রাজনীতি দিদির
  • কিছুই নেই তৃণমূলে এবার ভোট পদ্মফুলে
  • এবার বাংলায় চাই আসল পরিবর্তন
  • আসল পরিবর্তন মানে সব কা সাথ, সব কা বিকাশ
  • আসল পরিবর্তন মানে বাংলার উন্নয়ন
  • একটাই জবাব সবাই বলছেন দিদির জন্য
  • নারী নির্যাতন চাপা দিয়ে রাখছেন দিদি
  • এই পবিত্র মাটিকে সম্মান জানাচ্ছি।
  • আমি নববর্ষের পরে প্রথম এলাম।
  • চার দফার ভোটদান, দিদি-ভাইপো খান-খান। বাকি চার দফার ভোটদান, দিদি-ভাইপো টিকিট কাটান।
  • আসানসোল দেশের শিল্পনগরী হয়ে উঠতে পারে।
  • এত দিন ধরে আসানসোলে কয়লার মাফিয়া রাজ চলেছে।এই টাকা কার কাছে গিয়েছে সবাই জানে। রাজ্যে সবাইকে ভাইপো ট্যাক্স দিতে হয়। এই মাফিয়া রাজ খতম করতে পারে আপনার ভোট।
  • ১০ বছর আপনাদের সঙ্গে প্রতারণা করেছেন দিদি। বাংলার উন্নয়নের সামনে প্রাচীর হয়ে দাঁড়িয়েছেন। তাই এ বার বিজেপি-কে ক্ষমতায় আনুন। বিজেপি সোনার বাংলা গড়বে। বাংলায় আইনের শাসন প্রতিষ্ঠা হবে। দিদি আর তো ১ মাসও বেশি নেই। কয়লা ধুলেও ময়লা যায় না।
  • ১০ বছরে বিজেপি-র অনেক কর্মীকে খুন করা হয়েছে।
  • কোচবিহারে ৫ জনের দুঃখজনক মৃত্যু নিয়ে রাজনীতি করেছেন দিদি। তার অডিয়ো টেপ সামনে এসেছে