আগামীকাল মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ ভার্চুয়াল বৈঠকে এই দুই রাষ্ট্রপ্রধান মুখোমুখি হবেন ৷ জানা গিয়েছে, এই বৈঠকে ইউক্রেন পরিস্থিতি ও ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বিষয় আলোচনায় উঠবে ৷ এক বিবৃতিতে হোয়াইট হাউসের মুখপাত্র জেন সাকি রবিবার জানিয়েছেন, “প্রেসিডেন্ট বাইডেন সোমবার ভার্চুয়ালি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখোমুখি হবেন ৷ দুই দেশের সরকার, অর্থনীতি ও নাগরিকদের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় করার বিষয়ে কথা হবে এই বৈঠকে ৷” দুই নেতার আলোচনায় বিশ্ব অর্থনীতি, আবহাওয়ার পরিবর্তন, করোনা পরিস্থিতি, সুরক্ষা, ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল প্রসঙ্গে আলোচনা হবে বলে হোয়াইট হাউস জানিয়েছে ৷