দেশ

জাতীয় প্রযুক্তি দিবসে প্রযুক্তিবিদদের স্যলুট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-র

জাতীয় প্রযুক্তি দিবসে প্রযুক্তিবিদদের স্যলুট জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ তিনি ট্যুইট করে জানান, প্রযুক্তির মাধ্যমে আমাদের জীবন যাঁরা বদলে দিয়েছেন, তাঁদের স্যালুট। ওই বার্তায় তিনি আরও বলেছেন, ১৯৯৮ সালে আজকের দিনে ভারতীয় বিজ্ঞানীদের কৃতিত্ব ইতিহাসে স্থান করে নেয়। আজ করোনা মোকাবিলায় কাজ করছেন অসংখ্যা প্রযুক্তিবিদ। তাঁদেরকে আমি স্যালুট জানাই।