আজ অ্যামেরিকার সান ফ্রান্সিসকো থেকে এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমানে ২২৫ জন ভারতীয়কে দেশে ফেরানো হল । আজ টুইট করে এই ২২৫জন ভারতীয়র অ্যামেরিকা থেকে দেশে ফেরার খবরটি জানান বিদেশমন্ত্রী এস জয়শংকর । তিনি টুইটে লেখেন, “প্রথমবারের জন্য এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমানে সান ফ্রান্সিকো থেকে ২২৫ জন ভারতীয় মুম্বই পৌঁছালেন । এয়ার ইন্ডিয়া ও অসামরিক বিমান পরিবহন মন্ত্রককে ধন্যবাদ । সহযোগিতা ও সহায়তা করার জন্য মহরাষ্ট্র সরকারকেও ধন্যবাদ । কনসুলেট জেনেরাল সঞ্জয় পান্ডা ও তাঁর দলও ভালো কাজ করেছে ।”