দেশ

সেনা জওয়ানদের সঙ্গে দিওয়ালি পালন করবেন প্রধানমন্ত্রী, যাবেন কেদারনাথ-বদ্রিনাথেও

আগামী ২৪ অক্টোবর দেশজুড়ে পালিত হবে দিওয়ালি বা দীপাবলী উ‍ৎসব। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই সেনা জওয়ানদের সঙ্গে দিওয়ালি উদযাপন করে আসছেন নরেন্দ্র মোদি। চলতি বছরেও তার ব্যতিক্রম হচ্ছে না। এবারেও দেশের সীমান্ত রক্ষার দায়িত্বে থাকা সেনা জওয়ানদের সঙ্গে দিওয়ালি পালন করবেন তিনি।দীপাবলী উ‍ৎসবের আগেই আগামী ২১ অক্টোবর কেদারনাথ যাচ্ছেন নরেন্দ্র মোদি। কেদারনাথের পরে বদ্রিনাথ মন্দিরেও যাবেন তিনি। হিন্দুদের দুই তীর্থস্থানে পুজো দেওয়ার পাশাপাশি সেনা জওয়ানদের সঙ্গে দীপাবলীর উ‍ৎসবে মাতবেন। সূত্রের খবর, আগামী ২১ অক্টোবর কেদারনাথ যাবেন মোদি। মন্দিরে পুজো দেওয়ার পাশাপাশি সেখানকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কাজকর্ম কতটা এগিয়েছে তা খতিয়ে দেখবেন। প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক শেষে বদ্রিনাথের উদ্দেশে রওনা দেবেন। ওই দিন রাতে বদ্রিনাথেই কাটাবেন। পরের দিন সকালে মন্দিরে পুজো দেবেন। সূত্রের খবর, হিমাচল প্রদেশ ও গুজরাতের আসন্ন বিধানসভা ভোটে যাতে বিজেপি সরকার গঠিত হয়, সেই মনস্কামনা নিয়েই পুজো দেবেন প্রধানমন্ত্রী।