দেশ

আজ বারাণসী সফরে আসছেন প্রধানমন্ত্রী মোদি

সংসদীয় এলাকা বারাণসীতে আজ, শনিবার ৫১ তম সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ঘণ্টা দু’য়েকের এই সফরে প্রায় ২২০০ কোটি টাকার প্রকল্পের সূচনা ও শিলান্যাস করবেন তিনি। তারপর একটি জনসভায় বক্তব্য রাখার কথা রয়েছে তাঁর। জানা গিয়েছে, বারাণসীর সেবাপুরী ব্লকের কালিকাধাম এলাকায় এই জনসভার আয়োজন করা হয়েছে। পহেলগাঁও হামলা ও অপারেশন সিন্দুর পরবর্তী সময়ে এটাই প্রধানমন্ত্রীর প্রথম বারাণসী সফর। এই পরিস্থিতিতে জনসভা থেকে প্রধানমন্ত্রী কী বার্তা দেন সেদিকে নজর রয়েছে রাজনৈতিক মহলের। এদিকে, সামনেই স্বাধীনতা দিবস। পরম্পরা মেনে ওইদিন দিল্লির লালকেল্লা থেকে দেশের উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। সেই ভাষণে কোন কোন বিষয় থাকা উচিত, তা নিয়ে নিজেদের মতামত জানানোর জন্য দেশবাসীকে আহ্বান জানালেন প্রধানমন্ত্রী।