ভুষণ স্টিলের প্রাক্তন ম্যানেজিং ডিরেক্টর ও পিএমএলএ আইনে অভিযুক্ত নীরজ সিংহলকে জামিন দিল সুপ্রিম কোর্টের । গ্রেফতারিতে আইন মানেনি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) মন্তব্য আদালতের। প্রায় ১৬ মাস হাজতে থাকা নীরজের মামলার শীঘ্রই শুনানির সম্ভাবনা না থাকায় জামিন বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি সঞ্জয় কুমারের। আর্থিক দুর্নীতির পাশাপাশি ব্যাংক জালিয়াতির অভিযোগে ৯ জুন ধৃত। সেই গ্রেফতারির বৈধতা চ্যালেঞ্জ করার পাশাপাশি তিনি জামিনের আবেদন করেন। অর্থনীতিকে তুমি ঝাঁকুনি দিতে পারো না। বাজারের ভিত্তি নাড়িয়ে দিতে পারো না। নীরজের আবেদনের বিপরীতে মন্তব্য আদালতের। কিন্তু কেন তাঁকে গ্রেফতার করা হল, তার ভিত্তি সরবরাহ না করায় আবেদন গ্রহণযোগ্য। আরও মন্তব্য আদালতের। প্রসঙ্গত, ৪৬ হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ। ১৬-১৭-১৮ মাস ধরে যারা বন্দি, যেখানে শীঘ্রই শুনানি হবার সম্ভাবনা নেই, সেখানে আইনি সুবিচার হচ্ছে না। আমাদের আইনের মূল নীতি অনুসরণ করতে হবে। জামিন মঞ্জুর করতে গিয়ে অভিমত আদালতের।