ম্যারাথন বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। উপস্থিত ছিলেন সমস্ত মন্ত্রীরা। সেখান থেকে তিনি চারটি মন্ত্রে বেঁধে দিলেন আগামীদিনের কর্মসূচি। সম্পাদন, সংস্কার, রূপান্তর এবং অবহিত করার মন্ত্র দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন প্রায় ৫ ঘন্টা ধরে মন্ত্রীদের নিয়ে বৈঠক করেন প্রধানমন্ত্রী। সেখানেই সরকারের আগামীদিনের কাজের রূপরেখা বেঁধে দেন তিনি। সরকার দেশে যে উন্নতির কাজ করছে সেগুলি যেন সকলে জানতে পারেন সেবিষয়ে সকল মন্ত্রীদের আগে থেকে সতর্ক করেন প্রধানমন্ত্রী। পাশাপাশি সমাজিক মাধ্যমে যাতে সকলে কেন্দ্রীয় সরকারের কাজের খতিয়ান দেখতে পারেন সেদিকেও জোর দেন তিনি। সরকার যে নিজের দায়িত্ব পালনে সব ধরণের চেষ্টা করছে তা যেন সাধারণ মানুষ জানতে পারে সেদিকে জোর দেন প্রধানমন্ত্রী। তৃতীয় মোদি সরকারের ১০০ দিন অতিবাহিত করার পর দেশ কোন পথে এগিয়ে চলেছে তা খতিয়ান যেন সাধারণ মানুষ জানতে পারেন সেদিকে জোর দেওয়া হয়। মন্ত্রীসভায় যারা নতুন মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন তাঁদের আরও জনগনের সঙ্গে গিয়ে কাজ করার কথা বলেন প্রধানমন্ত্রী। এদিনের বৈঠকে কেন্দ্রীয় অর্থমন্ত্রী বাজেটের বিভিন্ন দিক নিয়েও আলোচনা করেন। দিনরাত এক করে কাজ করতে হবে। এদিনের বৈঠকে তার দাওয়াই দেন প্রধানমন্ত্রী।