দেশ

মোদির মন কি বাতের ভিডিও-তে ডিসলাইকের বন্যা, ভিডিও-র কমেন্ট সেকশন বন্ধ করল প্রধানমন্ত্রীর দফতর

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন কি বাত ভিডিওটিতে ডিসলাইক করেছেন ২ লক্ষ ৭৯ হাজার মানুষ। সেখানে লাইক পড়েছে ৩২হাজার। এরপর এই প্রশ্ন উঠতে শুরু করেছে নরেন্দ্র মোদির জনপ্রিয়তায় এত ডিসলাইক কেন। প্রধানমন্ত্রী দেশের অন্যান্য সমস্যা নিয়ে কথা বললেও পরীক্ষার্থীদের দুশ্চিন্তার বিষয়ে একটি কথাও বলেননি। নিট জেইই পরীক্ষা নিয়ে দেশ তোলপাড়। ২৫ লক্ষ পরীক্ষার্থীকে কিভাবে সুরক্ষা দেওয়া হবে সেটা স্পষ্ট নয়। বিরোধীরা এর বিরুদ্ধে প্রতিবাদ করছেন। সেখানে তিনি লকডাউনে শিশুদের খেলনা কি নিয়ে খেলছে সেটা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। ভারতে প্রথম টয় হাব তৈরি হতে পারে বলে জানান। নেটিজেনদের একাংশ কটাক্ষ করেছেন জেইই নিট পরীক্ষার্থীদের সমস্যা নিয়ে মোদি উদাসীন। কেউ কেউ এটা অভিযোগ করেছেন তিনি ছাত্র-ছাত্রীদের সুরক্ষা নিয়ে খেলা করছেন। তবে এবার সেই ভিডিও এর কমেন্ট সেকশন ও বন্ধ করলেন প্রধানমন্ত্রী দফতর, দর্শকেরা মনের কথা বলতে পারবেন না! যার জেরেই এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। তাহলে কি ‘ভীত’ হয়ে কমেন্ট সেকশন বন্ধ করল প্রধানমন্ত্রীর দফতর! উঠছে প্রশ্ন। এই নিয়ে জল্পনা এখন তুঙ্গে।