জেলা

ভূপতিনগর মাঝরাতে বাড়িতে ঢুকে মহিলাদের উপর নির্যাতন! এনআইএ আধিকারিকদের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ দায়ের

এবার এনআইএ আধিকারিকদের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ দায়ের। শনিবার গভীর রাতে ভূপতিনগর বিস্ফোরণের তদন্তের জন্য পৌঁছায় এনআইএ। দুই তৃণমূল নেতাকে জিজ্ঞাসাবাদের জন্য গাড়িতে তুলতেই এনআইএ-র গাড়িতে হামলা হয় বলে অভিযোগ। শনিবার ভূপতিনগর থানায় হামলার বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করে এনআইএ। এর মাঝেই জানা গিয়েছে যে ভূপতিনগর থানায় এনআইএ আধিকারিকদের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ দায়ের করেছে ধৃত তৃণমূল নেতা মনোব্রত জানার পরিবার। এফআইআর দায়ের করে সেই ঘটনার তদন্ত শুরু করে দিয়েছে পুলিশ। ভূপতিনগরে এনআইএ-এর উপরে হামলার ঘটনায় মুখ খুলে পাল্টা জাতীয় তদন্তকারী সংস্থার ভূমিকা নিয়েই প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ কেন পুলিশকে না জানিয়ে মাঝরাতে এনআইএ অভিযানে গেল, সেই প্রশ্নও তুলেছেন মুখ্যমন্ত্রী৷ একই সঙ্গে এই ঘটনার নেপথ্যে বিজেপি রয়েছে বলেও সরাসরি অভিযোগ করেছেন মমতা বন্দ্য্যোপাধ্যায়৷ তাঁর অভিযোগ, ভোটের আগে তৃণমূলের সব ভোট ম্যানেজারদের গ্রেফতার করার চক্রান্ত করা হচ্ছে! এরই মধ্যে এবার এনআরএ-র বিরুদ্ধে দায়ের হল অভিযোগ। শুক্রবার রাতে মনোব্রত জানার পরিবারের তরফে NIA র আধিকারিকদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। তার ভিত্তিতে ৩৫৪ (শ্লীলতাহানি) সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে ভূপতিনগর থানার পুলিশ। অভিযোগে মধ্যরাতে দরজা ভেঙে বাড়িতে ঢোকা, মহিলাদের উপর নির্যাতনের কথা উল্লিখিত রয়েছে।