মুর্শিদাবাদের সামশেরগঞ্জের বিডিও কৃষ্ণ চন্দ্র মুন্ডা এবং তাঁর পরিবারকে সোশ্যাল মিডিয়াতে হুমকি দিয়ে গ্রেপ্তার হলেন মুর্শিদাবাদ জেলার ধুলিয়ান টাউন যুব মোর্চার সহ-সভাপতি মিলন সিংহ। বুধবার গভীর রাতে সামশেরগঞ্জ থানার পুলিশ তাঁকে আকুরা এলাকা থেকে গ্রেপ্তার করে। তবে বিজেপি সূত্রে দাবি করা হয়েছে, ওই নেতা থানাতে গিয়ে আত্মসমর্পণ করেছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, ২২-এর পুর নির্বাচনে ধুলিয়ান পুরসভার ৬ নম্বর ওয়ার্ড থেকে বিজেপি প্রার্থী মিলন সিংহ গত মঙ্গলবার দিন ফেসবুকে একটি পোস্ট লেখেন, ‘বিডিও সাহেব আপনি চাকরি বাঁচাতে চাইলে এসব করবেন না। আপনাকে কে সাহায্য করবে। আপনার উপরে বড় মাথা আছে, ওরা মিশে গেছে। আপনি দয়া করে সরে দাঁড়ান, না হলে পরিবার হারাবেন।’ এই পোস্টটি কিছুক্ষণের মধ্যেই ভাইরাল হয়ে যায় বিভিন্ন সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে। এরপরই তৃণমূল, এসডিপিআই এবং অন্য কিছু রাজনৈতিক দলের তরফ থেকে দাবি ওঠে বিডিওকে হুমকি দেওয়ার জন্য গ্রেপ্তার করতে হবে মিলন সিংহকে। পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার মিলনের বিরুদ্ধে একটি সুয়োমটো কেস করে তারা তদন্ত শুরু করেছে। তার ভিত্তিতেই একাধিক ধারায় মামলা রুজু করে গভীর রাতে গ্রেপ্তার করা হয়েছে মিলনকে। বৃহস্পতিবার ধৃত বিজেপি নেতাকে জঙ্গিপুর আদালতে পেশ করা হচ্ছে ৫ দিনের পুলিশ হেফাজতের আবেদন করে।