পেট্রোল-ডিজেলের দামবৃদ্ধির প্রতিবাদে পথে নেমে গ্রেপ্তার হতে হল সুজন চক্রবর্তী সহ ৪৫ জন বাম কর্মীকে। শুক্রবার ঢাকুরিয়ার কাছে বিক্ষোভ দেখানোর সময় পুলিশ তাঁদের বাধা দেয় বলে অভিযোগ। এমনকি ভেঙে দেওয়া হয় প্রতিবাদ মঞ্চ। শুক্রবার কলকাতা বামফ্রন্টের তরফে এই প্রতিবাদের সময় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে ধুন্ধুমার বেঁধে যায়। প্রাক্তন সিপিএম বিধায়ক, পলিটব্যুরো সদস্য সুজন চক্রবর্তী সহ ৪৫ জনকে গ্রেপ্তার করে লালবাজারে নিয়ে যাওয়া হয়। বামেদের অভিযোগ, তা শুরু হওয়ার পরেই পুলিশ গিয়ে মঞ্চ ভেঙে দেয়। এরপরই পুলিশের সঙ্গে বচসা, হাতাহাতি বেঁধে যায় বাম কর্মী, সমর্থকদের। দু’পক্ষের সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে ঢাকুরিয়া এলাকা। সুজন চক্রবর্তী সহ ৪৫ জনকে গ্রেপ্তার করে লালবাজারে নিয়ে যায় পুলিশ। পরে সুজন চক্রবর্তীকে ছেড়ে দেওয়া হলেও বাকিদের এখনও আটকে রাখা হয়েছে। এই ঘটনার প্রতিবাদে মুখর কলকাতার বাম নেতৃত্ব।