জেলা

গলা টিপে ছুরির কোপ, সাঁতার শিক্ষকের হাতে আক্রান্ত নাবালিকা ছাত্রী 

সাঁতার শিক্ষকের হাতে আক্রান্ত নাবালিকা ছাত্রী ৷ ঘটনাটি ঘটেছে চিৎপুর থানা এলাকায় ৷ শিক্ষকের হামলায় গুরুতর আহত হয় সে ৷ তাকে হাসপাতালে ভর্তি করা হয় ৷ অস্ত্রোপচারও হয়েছে বলে জানা গিয়েছে ৷ অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগ, মঙ্গলবার সন্ধ্যায় ছাত্রীর বাড়িতে ঢুকে আলমারির লকার থেকে সোনার গয়না নিয়ে পালানোর চেষ্টা করছিল শিক্ষক ৷ তখন তাকে বাধা দেয় কিশোরী ৷ এই অবস্থায় তার গলা টিপে হত্যার চেষ্টা করে অভিযুক্ত ৷ শেষে নাবালিকাকে ধারালো অস্ত্রের কোপও মারে ৷ গুরুতর জখম নাবালিকাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ বুধবার সকালে উত্তর কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ছাত্রীর অস্ত্রোপচার হয় । এরপর দুপুরের দিকে পুলিশের কাছে অভিযোগ দায়ের হয় ৷ তার লিখিত অভিযোগের ভিত্তিতে তল্লাশি চালিয়ে সাঁতারের শিক্ষককে গ্রেফতার করেছে চিৎপুর থানার পুলিশ ৷ এই ঘটনায় কলকাতা পুলিশের ডিসি (নর্থ) দীপক সরকার বলেন, “অভিযুক্ত সাঁতার শিক্ষকের নাম সন্দীপ সাউ ৷ তাকে আগামিকাল শিয়ালদা আদালতে পেশ করা হবে ৷” চিৎপুর থানার পুলিশ এই ঘটনার তদন্তে নেমে পারিপার্শ্বিক তথ্য-প্রমাণ জোগাড় করে জানতে পেরেছে, ওই নাবালিকাকে সাঁতার শেখাত অভিযুক্ত সন্দীপ ৷