গত ২৯ মে আসানসোলের ঘাঁটিগলিতে গোল্ড টেস্টিং ল্যাবে দুঃসাহসিক চুরির কিনারা করল পুলিশ ৷ মহারাষ্ট্র ও কর্নাটক থেকে ২ জনকে গ্রেফতার করা হয়েছে ৷ দোকানের মালিক সঞ্জয় সত্যবান চিঞ্চাকর আসানসোল দক্ষিণ থানায় অভিযোগ দায়ের করে দাবি করেছিলেন প্রায় ৮০০ গ্রাম সোনা, ১০ কেজি রুপো ও নগদ ২৮ হাজার টাকা চুরি হয়েছে ৷ ধৃতদের কাছ থেকে ৫০০ গ্রাম সোনা, ১৩ কেজি রুপো এবং নগদ সাড়ে ৩ লক্ষ টাকা উদ্ধার করেছে পুলিশ ৷ তদন্তকারীদের অনুমান, ধৃতেরা অন্যান্য জায়গাতেও চুরি করেছে ৷ আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি(সেন্ট্রাল) এস কুলদীপ জানান, ‘‘সোনা টেস্টিং ল্যাবে চুরির ঘটনার খবর পেয়েই পুলিশ তদন্তে নামে ৷ ওই দিন রাত দেড়টার সময় ঘটনাটি ঘটেছিল ৷ দোকানের সিসিটিভি খারাপ ছিল ৷ কিন্তু, ওই এলাকায় বিভিন্ন সিসিটিভির ফুটেজ থেকে জানা যায়, ওই রাতে ৫ জন সন্দেহভাজন দোকানের সামনের গলিতে ঘোরাঘুরি করছিল ৷ দু’জন দোকানের গ্রিল ভেঙে ভিতরে ঢোকে ৷ ভল্টের চাবি দোকানে টাঙানো থাকত ৷ সেই চাবি দিয়ে ভল্ট খুলে সোনা, রুপো ও টাকা নিয়ে পালায় তারা ৷’’ পুলিশ সূত্র মারফত জানতে পারে, আসানসোলের কোনও একটি হোটেলে ঘাঁটি গেড়েছিল অভিযুক্তরা ৷ চুরি করার পর তাঁরা গাড়ি নিয়ে ধানবাদ পালায়৷ সেখান থেকে ট্রেনে মহারাষ্ট্র এবং কর্নাটক চলে যায় অপরাধীরা ৷ এর পর বিভিন্ন সূত্র থেকে খবর পেয়ে আসানসোল দক্ষিণ থানার পুলিশের ছয় সদস্যের একটি দল মহারাষ্ট্রের সাংলি জেলায় যায় ৷ তদন্ত চালিয়ে কর্নাটকের বেলগাভি থেকে দশরথ মানে নামে একজনকে গ্রেফতার করে পুলিশ ৷ তাঁর কাছে উদ্ধার হয় নগদ সাড়ে ৩ লক্ষ টাকা ৷ দশরথকে স্থানীয় আদালতে তুলে ট্রানজিট রিমান্ডে নেয় পুলিশ ৷ এর পর তাঁকে জিজ্ঞাসাবাদ করে মহারাষ্ট্রের সাংলি জেলার আটপাড়ি থানা এলাকা থেকে বিশাল নামে আরও একজনকে গ্রেফতার করে পুলিশ ৷ তার কাছ থেকে ৫০০ গ্রাম সোনা ও ১৩ কেজি রুপো উদ্ধার করা হয় ৷ পুলিশ দু’জনকেই ট্রানজিট রিমান্ডে আসানসোলে নিয়ে এসেছে ৷ ধৃতদের আজ আসানসোল আদালতে তোলা হবে ৷