ক্রাইম

নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ, ধৃত পুলিশ কনস্টেবল

এবার কলকাতায় মূক ও বধির নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ । মানিকতলার ঘটনায় গ্রেফতার করা হয়েছে কলকাতা পুলিশের রিজার্ভ ফোর্সের কনস্টেবল দেবু মণ্ডলকে। এই ঘটনায় প্রথমে উল্টোডাঙা থানায় নাবালিকার পরিবার অভিযোগ দায়ের করেছিল ৷ পরে অভিযোগটি মানিকতলা থানায় ট্রান্সফার করা হয় । পুলিশ সূত্রে খবর, ওই নাবালিকা তাঁর মায়ের সঙ্গে বিধাননগর থেকে অটোয় বাড়ি ফিরছিল ৷ ওই অটোতেই ছিলেন অভিযুক্ত কনস্টেবল ৷ অভিযোগ, গৌরীবাড়ি ব্রিজের কাছে অটোর মধ্য়ে নানা অছিলায় নাবালিকার গায়ে হাত দিচ্ছিলেন অভিযুক্ত দেবু মণ্ডল ৷ যার প্রতিবাদ করেন নাবালিকার মা ৷ ঘটনায় অটোর মধ্যেই নাবালিকার মায়ের সঙ্গে তর্কাতর্কি শুরু করেন অভিযুক্ত দেবু মণ্ডল ৷ নাবালিকার মা চালককে অটো থানায় নিয়ে যেতে বলেন ৷ সেই মতো চালক অটো সোজা উল্টোডাঙা থানায় নিয়ে যায় ৷ সেখানে অভিযুক্ত কনস্টেবলের বিরুদ্ধে তাঁর মেয়েকে যৌন হেনস্থার অভিযোগ দায়ের করেন ওই মহিলা ৷