এবার শিলিগুড়িতে গুলিবিদ্ধ পুলিশকর্মী। জমি মাফিয়াদের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে গুলিবিদ্ধ হন পুলিশকর্মী রবীন্দ্রনাথ সরকার। তাঁকে লক্ষ্য করে তিনটি গুলি চালায় এক দুষ্কৃতী। ঘটানাটি ঘটেছে শিলিগুড়ির মাটিগাড়া এলাকায়। লাইসেন্স আর্মস থেকে ৩ রাউন্ড গুলি চালায় দুস্কৃতী। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই দুষ্কৃতীর নাম রাজ পাণ্ডে। তার ছোড়া একটি গুলিতে আহত হন এক পুলিশ কর্মী। এরপর আরও একটি গুলিতে প্রধাননগর থানার আইসি অনির্বাণ রায়কে লক্ষ্য চালানো হয়। কিন্তু অল্পের জন্য রক্ষা পান তিনি। সোমবার জমি মাফিয়াদের বিরুদ্ধে অভিযান চালায় পুলিশ। সেই সময় রাজ নিজেকে বিহারের ডেপুটি কালেক্টরের পরিচয় দেন। তার নীল বাতি লাগানো গাড়িও পুলিশকে দেখান সে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বেশ কয়েকবার ওই এলাকায় নীল বাতি লাগানো গাড়িতে রাজকে দেখা গিয়েছে। তার বিরুদ্ধে একাধিক অভিযোগও রয়েছে। পুলিশ তাকে গ্রেফতার করতে গেলে বাধা পায়। আচমকাই পুলিশের উপর দু’টি গুলি চালায় রাজ। একটি গুলিতে আহত হন পুলিশকর্মী রবীন্দ্রনাথ সরকার। অপর একটি গুলি আইসি অনির্বাণ রায়কে লক্ষ্য করে চালান রাজ। তবে আইসি তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়ায় ওই গুলি গিয়ে লাগে অভিযুক্তর পায়ে। আপাতত, দু’জনকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।