চিকিৎসককে হুমকি-কাণ্ডে আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন সোমবার । আর তারপরই তৃতীয়বার নোটিশ পাঠিয়ে তলব করা হল বিজেপি নেতা কৌস্তভ বাগচীকে । বুধবার তাঁর বাড়িতে নোটিশ পাঠানো হয় পুলিশের তরফে । সেই নোটিশে বলা হয়েছে, আগামী শনিবার সকাল এগারোটার সময় মোহনপুর থানায় হাজিরা দিতে হবে তাঁকে। জামিন পাওয়ার পরেও কেন তলব করা হল ? এই প্রশ্ন তুলে সরব হয়েছেন বিজেপির আইনজীবী নেতা। যদিও পুলিশের দাবি, আদালত তাঁকে শর্তসাপেক্ষে জামিন দিয়েছে। জামিন দিতে গিয়ে আদালত এও বলেছে, এই ঘটনার তদন্তে বিজেপি নেতাকে সহযোগিতা করতে হবে এবং যখনই তাঁকে তলব করা হবে, তখনই থানায় হাজির দিতে হবে । তাই, তদন্তের স্বার্থে বিজেপির আইনজীবী নেতা কৌস্তভকে তলব করা হয়েছে ৷ দলীয় কর্মীর বাবার মৃত্যুর ঘটনায় ব্যারাকপুরের বেসরকারি হাসপাতালে ঢুকে চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীদের আঙুল উঁচিয়ে হুমকি এবং তাঁদের সঙ্গে অভব্য আচরণ করার অভিযোগ ওঠে কৌস্তভ বাগচীর বিরুদ্ধে। সেই ঘটনায় বিজেপির আইনজীবী নেতার বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু হয় মোহনপুর থানায়। তার প্রেক্ষিতে গত সপ্তাহে প্রথমবার নোটিশ পাঠিয়ে কৌস্তভকে তলব করেছিল পুলিশ। পুলিশের সেই নোটিশে গত শুক্রবার তাঁকে হাজিরা দিতে বলা হলেও তাতে সাড়া দেননি কৌস্তভ। পাল্টা মোহনপুর থানায় চিঠি দিয়ে সময় চেয়ে নেন বিজেপি নেতা। চিঠিতে তিনি এও জানান, আগে থেকে দিনক্ষণ জানিয়ে তাঁকে তলব করা হলে তিনি পুলিশের সঙ্গে সহযোগিতা করতে রাজি আছেন। এরপরেই কৌস্তভকে দ্বিতীয়বার নোটিশ পাঠিয়ে চলতি সপ্তাহের মঙ্গলবার তলব করে মোহনপুর থানা। কিন্তু, তার আগেই সোমবার ব্যারাকপুর মহকুমা আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়ে যান তিনি। ফলে, মঙ্গলবার হাজিরা দেওয়ার কথা থাকলেও আর থানা মুখো হননি বিজেপির আইনজীবী নেতা ।


