জেলা

আচমকা আরাবুল ইসলামের গাড়ি থামিয়ে পুলিশি তল্লাশি

জেল থেকে জামিনে মুক্ত হওয়ার পর কিছুদিন আগেই ভাঙড়ের ২ নম্বর পঞ্চায়েত সমিতিতে পা রেখেছিলেন আরাবুল ইসলাম৷ এদিন আরবুল যখন পঞ্চায়েত সমিতির অফিসে ঢুকছিলেন, তখন আচমকা তাঁর গাড়িতে তল্লাশি চালায় পুলিশ৷ যদিও সেই তল্লাশিতে কিছুই মেলেনি বলে দাবি করেন আরাবুল ইসলামের অনুগামীরা৷ যদিও এই ঘটনার কিছুক্ষণ পরই পুলিশের পক্ষ থেকে সংবাদমাধ্যমকে একটি ভিডিও দেওয়া হয়৷ সেই ভিডিও-তে আরাবুলের গাড়ি থেকে লাঠি, প্লাস্টিকের পাইপ উদ্ধার হওয়ার ছবি রয়েছে৷ এই ঘটনাকে কেন্দ্র করেই ভাঙড়ে ফের উত্তেজনা ছড়ায়৷