বছর শেষের রাতে মাতবে পার্ক স্ট্রিট সহ গোটা শহর কলকাতা। আর এই ভিড়ের মাঝে কোনও অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য সতর্ক কলকাতা পুলিশ। ৩১ ডিসেম্বর রাতে মহানগরে বর্ষ বরণের ভিড়ের জন্য আঁটোসাঁটো করা হল নিরাপত্তা। জানা গিয়েছে, ১ জানুয়ারি, রবিবার মহানগরের নিরাপত্তার দায়িত্বে থাকবেন ২৩০০ পুলিশকর্মী। তার আগের দিন ৩১ ডিসেম্বর রাতের নিরাপত্তায় থাকবে পুলিশের বিসাল বাহিনীও। শনিবার বিকেল থেকে পার্ক স্ট্রিট এবং শেক্সপিয়র সরণি এলাকার রাস্তায় মহিলা পুলিশের উইনার্স বাহিনী নামবে বলে জানানো হয়েছে। পুলিশের তরফে নিরাপত্তা আঁটোসাঁটো করার জন্য একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে। জানা গিয়েছে গোটা কলকাতা জুড়ে এদিন মোতায়েন থাকবে কলকাতা পুলিশের ৫৮টি পিসিআর ভ্যান, ১১টি ওয়াচ টাওয়ার। এ ছাড়াও কলকাতার ৯৭টি জায়গায় চালানো হচ্ছে নাকা তল্লাশি। থাকবে দুইটি স্পেশাল কুইক রেসপন্স টিম (কিউআরটি)। এছাড়াও, পার্ক স্ট্রিট থানার সামনে এবং মিডল টন রো-তে দুটি কুইক রেসপন্স টিম থাকবে। নজরদারির জন্য ড্রোন-ও ব্যবহার করা হতে পারে বলে পুলিশের তরফে জানানো হয়েছে। জানা গিয়েছে, ২০টি মোটরসাইকেল প্যাট্রোলিং বাহিনী টহলদারি চালাবে। পাশাপাশি পার্ক স্ট্রিট এলাকায় থাকবে ১৫টি পুলিস অ্যাসিস্ট্যান্স বুথ। বর্ষ বরণের রাতে কেউ অসুস্থ হয়ে পড়লে সহযোগিতার জন্য রাখা হবে ৭টি অ্যাম্বুল্যান্স। শনিবার রাতে পার্ক স্ট্রিট এলাকায় ৬টি সেক্টরের নেতৃত্বে থাকবেন ১১ জন ডেপুটি কমিশনার পদমর্যাদার আধিকারিক। নরুন বছরের প্রথম দিনে ১ জানুয়ারি ওই এলাকায় ৪টি সেক্টরের নেতৃত্ব দেবেন ৭ জন ডেপুটি কমিশনার পদমর্যাদার আধিকারিক। ২০২২-এর শেষ দিন এবং ২০২৩ এর প্রথম দিনে পার্ক স্ট্রিটের নিরাপত্তার দায়িত্বে থাকবেন কলকাতা পুলিশের শীর্ষ কর্তারাও।