দেশের পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচনের নির্ঘন্ট ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী ১৮ জুলাই ভোট নেওয়া হবে। আর গণনা হবে ২১ জুলাই। ওইদিনই জানা যাবে, পরবর্তী পাঁচ বছরের জন্য কে হবেন দেশের পরবর্তী সাংবিধানিক প্রধান। বৃহস্পতিবার ভোট নির্ঘন্ট ঘোষণা করে দেশের মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার জানিয়ে দিয়েছেন, কোনও রাজনৈতিক দলই তাদের সাংসদ ও বিধায়কদের নির্দিষ্ট কোনও প্রার্থীকে ভোট দেওয়ার নির্দেশ দিয়ে হুইপ জারি করতে পারবে না। অর্থাৎ কার্যত বিবেক ভোট দেওয়ার অধিকার পাচ্ছেন সাংসদ-বিধায়করা। রাষ্ট্রপতি ভোটের নির্ঘন্ট ঘোষণা করতে গিয়ে মুখ্য নির্বাচন কমিশনার জানান, আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে সাংসদ ও বিধায়ক মিলে মোট ৪ হাজার ৮০৯ জন ভোট দেবেন। তার মধ্যে ৭৭৬ জন সাংসদ ও ৪ হাজার ৩৩ জন বিধায়ক। প্রত্যেক সাংসদের ভোট মূল্য ৭০০। মোট ভোটমূল্য ১০ লাখ ৮৬ হাজার ৪৩১। ভোট দেওয়ার জন্য বিশেষ কালির কলম ব্যবহার করা হবে। করোনা বিধি মেনেই ভোট নেওয়া হবে। প্রত্যেক ভোটারকেই প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পছন্দের ভোট দিতে হবে। কোনও ভোটার প্রথম পছন্দের ভোট না দিলে তাঁর ভোট অবৈধ হিসেবে গণ্য হবে। ১৫ জুন বিজ্ঞপ্তি জারি হবে। মনোনয়ন জমা নেওয়া হবে ২৯ জুন পর্যন্ত। পরের দিন অর্থাৎ ৩০ জুন মনোনয়নপত্র যাচাই করা হবে। ২ জুলাই মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। উল্লেখ্য, রাষ্ট্রপতি নির্বাচনে দেশের যে কোনও নাগরিকই প্রার্থী হতে পারেন। তবে সেক্ষেত্রে তাঁর বয়স হতে হবে ন্যূনতম ৩৫ বছর এবং মনোনয়নপত্র জমা দেওয়ার সময়ে ৫০ সাংসদ-বিধায়ককে প্রস্তাবক ও সমর্থক হিসেবে স্বাক্ষর করতে হবে।