বিনোদন

দ্বিতীয় সমন এড়ালেন শাহরুখের ম্যানেজার পূজা দাদলানি

আরিয়ান মাদক কাণ্ডে নাম জড়িয়েছে শাহরুখের ম্যানেজার পূজা দাদলানির। দফায় দফায় সমন জারি করা হয়েছে মুম্বই পুলিশের পক্ষ থেকে। পূজা দাদলানির বিরুদ্ধে রয়েছে ঘুষ দেওয়ার অভিযোগ। এই মামলার তদন্তের জন্য বার বার পূজাকে সমন পাঠালেও এড়িয়ে যাচ্ছেন তিনি। এদিন দ্বিতীয় বারের সমনে নিজের শারীরিক অসুস্থতার কথা জানিয়েছেন। সূত্রের খবর, খুব শীঘ্রই তৃতীয় সমন জারি করা হতে পারে পূজার নামে। ইতিমধ্যেই গোটা বিষয়টি নিয়ে মুম্বই পুলিশ কমিশনারের সঙ্গে আলোচনা করেছে বিশেষ তদন্তকারী দল। তৃতীয় সমন এড়ালে পূজার বিরুদ্ধে কী কী আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে সেই নিয়েও চলছে আলোচনা। এক পুলিশ আধিকারিক জানান, ‘দুটো সমন আগেই দেওয়া হয়েছে পূজা দাদলানিকে, উনি সেটা এড়িয়ে গিয়েছেন। আমরা আইনের পথে হেঁটেই ব্যবস্থা নেব’।