বিনোদন

পুদুচেরিতে বাড়ির মধ্যে থেকে উদ্ধার হল জনপ্রিয় মডেল সান রেচ্যালের দেহ

 পুদুচেরিতে বাড়ির মধ্যে থেকে উদ্ধার হল জনপ্রিয় মডেল সান রেচ্যালের দেহ। প্রাথমিক ভাবে পুলিসের অনুমান, আত্মহত্যা করেছেন বর্ণবৈষম্যের বিরুদ্ধে সোচ্চার থাকা এই মডেল। তাঁর ঘর থেকে একটি সুইসাইড নোটও উদ্ধার করা হয়েছে। উল্লেখ্য বিষয় হল, গত বছরই বিয়ের পিঁড়িতে বসেছিলেন রেচ্যাল। ফলে সুইসাইড নোট উদ্ধার করলেও, পুলিস বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে। সূত্রের দাবি, সুইসাইড নোটে লেখা রয়েছে, ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়।’ পুলিস সূত্রে খবর, সান রেচ্যাল মডেলিং কেরিয়্যারের জন্য নিজের যাবতীয় সোনা বন্ধক রেখেছিলেন। ফলে টাকা পয়সার চাপ তাঁর উপর ছিলই। সেই কারণেই আত্মহত্যা কিনা, তাও খতিয়ে দেখছে পুলিস। বিশেষ বিষয় হল, সান রেচ্যালের আদতে নাম শঙ্কর প্রিয়া। বর্ণ বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার হয়ে মডেলিং জগতে নিজের আলাদা পরিচয় তৈরি করেছিলেন তিনি। দাবি করা হচ্ছে, সম্প্রতি কয়েকটি ফ্যাশন শো আয়োজন করেছিলেন রেচ্যাল। সেই শো করতে গিয়েই যা ক্ষতি হয়েছে, তার জেরেই তিনি আত্মহত্যা করেছেন।