বিনোদন

পর্ন কাণ্ডঃ ব্যবসায় নিয়ম লঙ্ঘনের অভিযোগে শিল্পা ও রাজকে ৩ লক্ষ টাকার জরিমানা করল সেবি

পর্ন কাণ্ডে এবার ব্যবসায় নিয়ম লঙ্ঘনের অভিযোগে শিল্পা ও রাজকে ৩ লক্ষ টাকার জরিমানা করল সেবি। রাজ, শিল্পার পাশাপাশি ভিয়ান ইন্ডাস্ট্রিজকেও জরিমানা করা হয়েছে। এদিকে, বুধবার রাজ কুন্দ্রার জামিন আবেদন খারিজ করল মুম্বইয়ের ম্যাজিস্ট্রেট আদালত। বুধবার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুধীর ভাজিপালে রাজের জামিনের আবেদন নাকচ করেন।এই মামলার তদন্তকারী অফিসার কিরণ বিদ্ভে এ দিন আদালতকে জানান, রাজের বেশ কিছু বয়ান রেকর্ড করা বাকি রয়েছে। রাজকে প্রভাবশালী ব্যক্তি উল্লেখ করে তিনি তাঁর সংযোজন, ‘জামিন দিলে, প্রমাণ লোপাটের চেষ্টা করতে পারেন ব্যবসায়ী’। অন্যদিকে, পর্নোগ্রাফি বিক্রি করে ঠিক কত টাকা রোজগার করেছেন শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রা? কিছুদিন আগেই বিভিন্ন নিউজ পোর্টালে যে হিসেব পাওয়া যাচ্ছিল সেই অনুযায়ী প্রতিটি ভিডিও-র লাইভ রেভিনিউ আয় হয় প্রায় ১ লক্ষ ৮৫ হাজার। অ্যাপে পর্নোগ্রাফি বেচে সেখান থেকে প্রতি ছবি আয় প্রায় সাড়ে চার লাখ টাকা।আরও জানা গিয়েছে কখনও কখনও মান্থ টু ডেট রেভিনিউ ছাড়িয়ে যায় ৬০ লক্ষ টাকা। বিভিন্ন অ্যাপ্লিকেশনে রেজিস্টার্ড ইউজারের সংখ্যা ২০ লক্ষ। এবার আরও স্পষ্ট হিসেব সামনে এসেছে। জানা গিয়েছে ২০২০ সালের অগস্ট থেকে ডিসেম্বর মাসের মধ্যে অর্থাৎ মাত্র পাঁচ মাসে ১ কোটি ১৭ লক্ষ টাকা পর্নোগ্রাফি বেচে আয় করেছেন রাজ কুন্দ্রা।