দেশ

স্বরাষ্ট্র মন্ত্রকের অফিসিয়াল পেজে হুইস্কির বোতল-মদের গ্লাসের ছবি পোস্ট

অস্বস্তিতে পড়তে হল স্বরাষ্ট্র মন্ত্রককে। তাদের অফিসিয়াল ফেসবুক পেজে অজান্তেই পোস্ট করা হয় এমন কিছু ছবি, যা দেখে মুখ পুড়েছে স্বরাষ্ট্র মন্ত্রকের। ফেসবুক পেজে হুইস্কির বোতল, মদ-ভর্তি গ্লাস ও স্ন্যাকসের ছবি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার জাতীয় বিপর্যয় প্রতিক্রিয়া বাহিনী (‌এনডিআরএফ)‌ ঘূর্ণিঝড় আম্ফানের সময় পশ্চিমবঙ্গে যে ত্রাণ কাজ করেছেন তার ছবির মধ্যেই এই ছবিটি ছিল। অন্য ছবিগুলিতে দেখা গিয়েছে, কমলা রঙের পোশাক পরে এনডিআরএফের কর্মীরা হাওড়ার দেউলপুর থেকে গাছ সরানোর কাজ করছেন। এই পোস্টটিতে পিআইবি, এনডিআরএফ, ডিডি বাংলা নিউজকেও ট্যাগ করা হয়। ‘‌আম্ফান পুনরুদ্ধারের পোস্ট’‌ লিখে হ্যাশট্যাগও ব্যবহার করা হয়। বৃহস্পতিবার সকাল ন’‌টায় ছবিগুলি পোস্ট হওয়ার ৩০ মিনিটের মধ্যেই তা উড়িয়েও দেওয়া হয়। যদিও ততক্ষণে হুইস্কি ও মদের গ্লাসের ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। সরকারিভাবে জানানো হয়েছে, এমএইচএ-এর ফেসবুক পেজটি যে কর্মী পরিচালিত করনে ভুলবশত ওই ছবিটি তিনি ওই ছবিটি পোস্ট করে দেন। স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে বলা হয়েছে, ‘‌এই ছবিটি ব্যক্তিগত ও এমএইচএ পেজের মধ্যে মিশে যায় অথবা অজান্তেই ভুল জায়গায় ছবিটি চলে যায়। যে কর্মী এই ফেসবুক পরিচালনা করেন তিনি লিখিতভাবে ক্ষমা চেয়েছেন। ছবিটি ৯টা ৩২ মিনিটের মধ্যেই মুছে দেওয়া হয়।’‌