দেশ

তৃণমূলের সঙ্গেই আছেন পিকে, জানালেন তৃণমূল সুপ্রিমো

তৃণমূল সঙ্গেই আছেন ভোট ভোটকুশলী প্রশান্ত কিশোর। ভোটকুশলী হিসেবে ঘাসফুল শিবিরেই কাজ করবেন তিনি। পরিষ্কার করে দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লিতে এনডিটিভি-কে দেওয়া একটি সাক্ষাৎকারে প্রশান্ত কিশোরের প্রসঙ্গে একথা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, ‘প্রশান্ত কিশোরের ভূমিকা নিয়ে দলের মধ্যে মতপার্থক্য ছিল। কিন্তু তিনি যে ভোটকুশলী হিসেবেই দলে কাজ করবেন সেটা স্পষ্ট করে দেওয়া হয়েছে।’ প্রসঙ্গত উল্লেখ্য, ২০১৯-এর লোকসভা নির্বাচনে তৃণমূলের খারাপ ফলের পর থেকেই দলের রাজনৈতিক পরামর্শদাতা হিসেবে কাজ করছেন প্রশান্ত কিশোর এবং তাঁর সংস্থা আইপ্যাক৷ ২০২১ সালে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তৃণমূলের ক্ষমতায় ফেরার বড় কৃতিত্বও প্রশান্ত কিশোরকে দেন রাজনৈতিক বিশেষজ্ঞরা৷ ভোটগুরু পিকে শেষ পর্যন্ত কংগ্রেসে যোগ দিলে তৃণমূল বা অন্য দলের হয়ে তিনি কাজ করতেন কি না, সেই প্রশ্নও উঠছিল রাজনৈতিক মহলে৷ কিন্তু প্রশান্ত কিশোরের কংগ্রেসে যোগদানের জল্পনা শেষ হতেই এই সমস্ত প্রশ্নেও ইতি পড়েছে৷ তার পরেই এই মন্তব্য করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।