দেশ

কংগ্রেসে যোগ দেওয়ার প্রস্তাব ফেরালেন ভোটকুশলী প্রশান্ত কিশোর

 অবশেষে জল্পনার অবসান । কংগ্রেসে যোগ দিচ্ছেন না ভোটকুশলী প্রশান্ত কিশোর । মঙ্গলবার এক টুইট বার্তায় নিজেই এই ঘোষণা করেছেন পিকে। টুইটে তিনি লিখেছেন, “কংগ্রেসে যোগ দেওয়ার এবং ভোটে তাদের হয়ে দায়িত্ব নেওয়ার যে প্রস্তাব কংগ্রেসের তরফে আমাকে দেওয়া হয়েছিল, আমি তা প্রত্যাখ্যান করছি ।” পাশাপাশি কংগ্রেসের অন্তর্দ্বন্দ্ব নিয়ে তাদের কটাক্ষ করতে ছাড়েননি পিকে । টুইটে তিনি লিখেছেন, “আমার বিনীত মতামত, আমার থেকেও এই দলের এখন বেশি প্রয়োজন নেতৃত্ব এবং সম্মিলিত প্রচেষ্টার, যাতে গঠনমূলক সংস্কারের মাধ্যমে দলের গভীরে চলে যাওয়া গঠনগত সমস্যার সমাধান হয় । ” ভোটকুশলী প্রশান্ত কিশোরের কংগ্রেসে যোগদান নিয়ে বেশ কয়েকদিন ধরেই চর্চা চলছিল জাতীয় রাজনীতিতে । গত কয়েকদিনে দিল্লিতে দফায় দফায় কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধি-সহ শীর্ষস্তরের নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন পিকে । তখনই শোনা গিয়েছিল দেশের শতাব্দী প্রাচীন দলটির তরফে তাঁকে কংগ্রেসে যোগ দিতে ও আগামী নির্বাচনগুলির দায়িত্ব নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে । এদিন নিজে সেই কথা জানিয়েছেনও পিকে । সূত্রের খবর, গত কয়েকদিনে কংগ্রেস শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠকে রাজ্য ধরে কংগ্রেসের সাংগঠনিক শক্তির হিসেব কষেছিলেন প্রশান্ত কিশোর, দিয়েছিলেন বেশ কিছু প্রস্তাব । কিন্তু দু’পক্ষের মধ্যে রফাসূত্র মিলছিল না । প্রশান্ত কিশোরের তাদের প্রস্তাব ফিরিয়ে দেওয়া নিয়ে প্রতিক্রিয়া দিয়েছে কংগ্রেস । দলের সাধারণ সম্পাদক রণদীপ সুরজেওয়ালা জানিয়েছেন, প্রশান্ত কিশোরের সঙ্গে আলাপ আলোচনা সাপেক্ষে এমপাওয়ার্ড অ্যাকশন গ্রুপ গড়েছিলেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধি । প্রশান্ত কিশোরকে সেই গোষ্ঠীর সদস্য হিসেবে দলে যোগ দেওয়ার ও নির্দিষ্ট দায়িত্ব পালনের প্রস্তাব দেওয়া হয়েছিল । কিন্তু তিনি প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন । সূত্রের খবর, পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র ও তামিলনাড়ুতে কংগ্রেসকে জোট গড়ে লড়ার কথা বলেছিলেন পিকে । কিন্তু সোনিয়া ও রাহুল গান্ধির এই প্রস্তাব পছন্দ হয়নি । অন্যদিকে, তেলাঙ্গানার ২০২৩ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কেসিআর-এর টিআরএসের সঙ্গে সম্প্রতি চুক্তি করেছে ভোটকুশলী প্রশান্ত কিশোরের সংস্থা আই-প্যাক । যা ভালভাবে নেয়নি কংগ্রেস হাইকমান্ড ৷