দেশ

‘সবার সুরক্ষার জন্য প্রার্থনা করছি’, ঘূর্ণিঝড় আমফান নিয়ে টুইট প্রধানমন্ত্রীর

আজ বিকালে ঘূর্ণিঝড় আমফান নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার পরেই তিনি টুইট করে বলেন, আমি সবার নিরাপত্তার জন্য প্রার্থনা করছি। টুইটে মোদী বলেছেন, ‘সাইক্লোন আমফানের হাত থেকে মানুষকে রক্ষা করার জন্য কী প্রস্তুতি নেওয়া হয়েছে খতিয়ে দেখলাম। উপকূলবর্তী অঞ্চল থেকে মানুষকে সরিয়ে আনার ব্যাপারে আলোচনা হয়েছে। আমি সকলের নিরাপত্তার জন্য প্রার্থনা করি। কেন্দ্রীয় সরকার ক্ষতিগ্রস্ত এলাকায় সবরকম সাহায্য দেওয়ার জন্য তৈরি আছে।’