বঙ্গ সফরে দেশের রাষ্ট্রপতি ৷ বুধবার কল্যাণীতে এইমস হাসপাতালের ক্যাম্পাসে প্রথম সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৷ তিনিই এই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ৷এইমস সমাবর্তনে এমবিবিএস স্নাতক মেধাবীদের সম্মাননা প্রদান করেন রাষ্ট্রপতি ৷ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের প্রতিমন্ত্রী প্রতাপরাও যাদব, রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং জাহাজ মন্ত্রকের প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর ৷ স্বাস্থ্য, প্রশাসন ও শিক্ষাক্ষেত্রের আরও অনেকই এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৷ কল্যাণীর অনুষ্ঠান শেষে তিনি ঐতিহ্যবাহী দক্ষিণেশ্বর মন্দিরে পৌঁছন ৷ সেখানে মা ভবতারিণীর দর্শন এবং গর্ভগৃহে নিজহাতে আরতি করেন ৷এদিন রাতে তিনি রাজভবনে থাকবেন ৷


