কলকাতা

কলকাতায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উষ্ণ অভ্যর্থনা মুখ্যমন্ত্রীর

রাষ্ট্রপতি পদে বসার পর এই প্রথমবার বঙ্গ সফরে দ্রৌপদী মুর্মু । সোমবার সকাল ১১টা বেজে ৫৫ মিনিটে দমদম বিমানবন্দরে নামেন রাষ্ট্রপতি। তাঁকে সেখানে অভ্যর্থনা জানান মেয়র তথা পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। সঙ্গে ছিলেন দমকলমন্ত্রী সুজিত বসু, রাজ্যের মুখসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। রাষ্ট্রপতিকে গার্ড অফ অনার দেওয়া হয়। গার্ড অফ অনারের পর চপারে তিনি সোজা চলে যাবেন রেসকোর্স হেলিপ্যাডে। রেসকোর্সে তাঁকে স্বাগত জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হলুদ গোলাপ আর বাংলার শিল্পীদের তৈরি উত্তরীয় পরিয়ে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গী ছিলেন মন্ত্রী বীরবাহা হাঁসদা, উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য। এখন থেকে সড়ক পথে সরাসরি রাজভবনে পৌঁছন দ্রৌপদী মুর্মু। কিছু সময় বিশ্রাম নিয়ে পৌঁছে যান এলগিন রোডে নেতাজি সুভাষচন্দ্র বসুর বাসভবনে। নেতাজি ভবন পরিদর্শন করার পর জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে যাওয়ার কথা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর। ঘুরে দেখবেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান। এরপর সেখান থেকে আবার রাজভবনে ফিরে আসবেন। দুপুরে বিজেপি-র প্রতিনিধি দল তাঁর সঙ্গে দেখা করতে পারেন এবং পরে বিভিন্ন উপজাতি সম্প্রদায়ের প্রতিনিধিদেরও সাক্ষাতের জন্য সময় দেওয়া হয়েছে। এরপর বিকেলে রাজ্য সরকারের তরফে রাষ্ট্রপতিকে নাগরিক সংবর্ধনা দেওয়ার কথা রয়েছে। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ওই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার রাজভবনেই রাত্রিবাস করবেন রাষ্ট্রপতি। মঙ্গলবার ২৮ মার্চ সকালে তাঁর বেলুড়মঠে যাওয়ার কথা। সেখান থেকে দ্রৌপদী মুর্মুর সম্ভাব্য গন্তব্য শান্তিনিকেতন। সেখানে বিনয় ভবন সংলগ্ন কুমিরডাঙা মাঠে রাষ্ট্রপতির হেলিকপ্টার অবতরণ করার কথা।

অন্যদিকে, লালবাজার ট্রাফিক কন্ট্রোলের তরফে জানানো হয়েছে, সোমবার দুপুর ১২টা ১৫ মিনিট থেকে বেলা দেড়টা পর্যন্ত উত্তর ও দক্ষিণমুখী খিদিরপুর রোড, এজেসি বোস রোড, হসপিটাল রোড এবং এটিএম রোডে যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়। উত্তর এবং দক্ষিণমুখী রেড রোড, রানি রাসমণি অ্যাভিনিউ, সেন্ট্রাল অ্যাভিনিউ, গিরিশ পার্ক, এসপ্ল্যানেড মোড়, রবীন্দ্র সরণি থেকে সিআর অ্যাভিনিউ পর্যন্ত বিবেকানন্দ রোড, বি বি গাঙ্গুলি স্ট্রিটে সোমবার দুপুর ১টা থেকে ২টো পর্যন্ত যান নিয়ন্ত্রিত হবে। সোমবার বিকেল সাড়ে ৪টে থেকে সন্ধ্যা ৬টা ১০ মিনিট পর্যন্ত যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে রানি রাসমণি অ্যাভিনিউ এবং অকল্যান্ড রোডে।