বিদেশ

 ফের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ উত্তর কোরিয়ার

ফের ক্ষেপণাস্ত্র পরীক্ষামূলকভাবে নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া । প্রতিবেশী দেশ দক্ষিণ কোরিয়া সূত্রে এই খবর জানানো হয়েছে। উত্তর কোরিয়ার ভূখণ্ড থেকে পরীক্ষামূলক-উৎক্ষেপণ হওয়া ক্ষেপণাস্ত্রটি ব্যালিস্টিক মিসাইল ছিল। এটাই প্রথম নয়, চলতি বছরে এর আগেও ব্যালিস্টিক মিসাইল পরীক্ষা করেছে পিয়ংইয়ং। দক্ষিণ কোরিয়ান সংবাদমাধ্যমের দেওয়া তথ্য অনুসারে, ২৭ মার্চ কোরীয় উপদ্বীপের পূর্ব দিক থেকে নিক্ষেপ করা হয়। দক্ষিণ কোরিয়ান জয়েন্ট চিফ অব স্টাফ এই খবরের সত্যতা স্বীকার করেছেন। জাপানের উপকূল রক্ষীবাহিনীও এই খবর নিশ্চিত করেছে। তাদের বক্তব্য, উত্তর কোরিয়ার ভূখণ্ড থেকে সন্দিগ্ধ ব্যালিস্টিক মিসাইল লঞ্চ হয়েছে, তা সনাক্ত করা হয়েছে।