জেলা

উত্তর দিনাজপুর জেলা যুব মোর্চার সহ সভাপতিকে গুলি করে খুন, গ্রেপ্তার এক বিজেপি নেতা

দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু হল উত্তর দিনাজপুর জেলা যুব মোর্চার সহ-সভাপতি মিঠুন ঘোষের (৩৭)। রবিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইটাহার থানার রাজগ্রাম এলাকায়।  মৃতের পরিবারের অভিযোগ, এলাকার তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই এই কাণ্ডটি ঘটিয়েছে। স্থানীয় বিজেপি নেতা প্রদীপ সরকার বলেন, দীর্ঘদিন ধরেই এলাকায় বিজেপি দলের সমর্থন করত মিঠুন। সেই কারণে এলাকার তৃণমূল কর্মী কাশেম আলি এবং তাঁর সাঙ্গপাঙ্গরা প্রায়শই মিঠুনকে খুনের হুমকি দিত বলেও অভিযোগ করেন তিনি। তাঁকে বাগে আনতে না পেরেই এই কাণ্ড ঘটিয়েছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। অভিযোগ প্রদীপবাবুর। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে ইটাহারে। জানা গিয়েছে,  রবিবার রাত সাড়ে নয়টা নাগাদ মিঠুনবাবু বাড়ির বাইরে বেরোলেই দুষ্কৃতীরা তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। এরপর গুরুতর জখম অবস্থায় তাঁকে রায়গঞ্জ গভর্মেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা  তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে উত্তর দিনাজপুর জেলা বিজেপির সভাপতি বাসুদেব সরকার বলেন, আমরা এই ঘটনায় জেলাজুড়ে বৃহত্তর আন্দোলন গড়ে তুলব। অন্যদিকে, এই ব্যাপারে তৃণমূল কংগ্রেস নেতা অরিন্দম সরকার বলেন,এই ধরনের খুনের ঘটনায় খুব সহজেই বিজেপির লোকেরা তৃণমূলের নাম জুড়ে দেয়। যা মোটেই ঠিক নয়। খবর পেয়ে অকুস্থলে পুলিসের বড়কর্তারা পৌঁছে গিয়েছেন। তাঁরা বলেন, তদন্ত শুরু হয়েছে। ঠিক কী কারণে এমন ঘটনা ঘটেছে তা জানার পরেই আমরা মন্তব্য করব। মৃত্যুর খবর জানাজানি হতেই এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে। ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের তরফে জানিয়ে দেওয়া হয়েছে এই ঘটনার সাথে রাজনৈতিক বিষয় জড়িত নয়। এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে সন্তোষ মহান্ত নামে এক ব্যক্তিকে। ধৃত ব্যক্তি বিজেপি নেতার পরিচিত বলে পুলিশের দাবি।