দেশ

গণেশ চতুর্থী উপলক্ষে দেশবাসীকে টুইট শুভেচ্ছা রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীর

শজুড়ে আজ থেকেই শুরু গণেশ চতুর্থী উৎসব ৷ এই উপলক্ষে দেশবাসীকে টুইট করে শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও ৷ টুইটে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ লেখেন, “ভগবান গণেশ করোনা প্যানডেমিক পরিস্থিতিতে মানুষের জীবনে সুখ-শান্তি নিয়ে আসুক ৷ সকল বিপদ থেকে রক্ষা করুক ৷” তবে করোনাবিধি মেনে উৎসব পালনের অনুরোধ করেন তিনি ৷ করোনার বিরুদ্ধে একসঙ্গে লড়াই করারও আহ্বান জানান রাষ্ট্রপতি ৷ পাশাপাশি টুইটে দেশবাসীকে গণেশ চতুর্থীর শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইটারে লিখেছেন, “সকলের জীবন সুখ শান্তি এবং সমৃদ্ধিতে পরিপূর্ণ উঠুক ৷” সৌভাগ্য এবং সুস্বাস্থ্যের কামনাও করেন তিনি ৷ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ টুইট করে দেশবাসীকে শুভেচ্ছা জানান ৷ তবে করোনা প্যানডেমিকের জন্য এবারও মণ্ডপে ভিড় এড়িয়ে চলার নির্দেশ দেওয়া হয়েছে বিভিন্ন রাজ্যগুলির প্রশাসনের তরফে ৷ টুইটে গণেশ চতুর্থীর শুভেচ্ছা জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।