দোষ কবুল করাতে চাপ দেওয়া হচ্ছে। বাধ্য করা হচ্ছে। বিচারবিভাগীয় হেপাজত তাঁর জন্য আর নিরাপদ নয়। এই জানিয়েই ফের জামিনের আবেদন করলেন রিয়া চক্রবর্তী। এও বললেন, খুন এবং ধর্ষণের হুমকিও পেয়েছেন তিনি। সিবিআই, ইডি, এনসিবি- তিনটি সরকারি সংস্থা তদন্ত করছে এই মামলার। এত ধকল তিনি নিতে পারছেন না। মানসিক চাপ বাড়ছে। অসুস্থ বোধ করছেন বলেও আবেদনে জানালেন তিনি। সুশান্ত সিংকে মাদক জোগান দেওয়ার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন ২৮ বছরের অভিনেতা। এদিন জামিনের আবেদন আরও বললেন, ‘কোনও দোষ করেননি। মিথ্যেভাবে ফাঁসানো হচ্ছে তাঁকে। হেপাজতে জোর জবরদস্তি দোষ কবুল করানোর চেষ্টা চলছে। ৮ সেপ্টেম্বরই তিনি সরকারিভাবে দোষ কবুলের কথা অস্বীকার করেছেন।’ জামিনের পিটিশনে এও বলা হয়েছে, রিয়াকে ‘পরোয়ানা এবং কারণ’ ছাড়াই গ্রেপ্তার করা হয়েছে। স্বাধীনতা হরণ করা হয়েছে। এমনকী তাঁকে জেরার সময় কোনও মহিলা অফিসারও ছিলেন না। রোজ অন্তত আট ঘণ্টা ধরে পুরুষ অফিসাররা তাঁকে জেরা করেছেন। সে সময় তাঁকে এমনকী আইনজীবীর সাহায্য নিতেও দেওয়া হয়নি। সামান্য পরিমাণ মাদকের জন্য তাঁর বিরুদ্ধে মামলা আনা হয়েছে। এর জেরে বড় জোর এক বছর সাজা হতে পারে এবং জামিনযোগ্য ধারা আনা যেতে পারে। বুধবার রিয়াকে মুম্বইয়ের বাইকুল্লা জেলে পাঠানো হয়।