মালদ্বীপে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানালেন মলদ্বীপের প্রেসিডেন্ট মুহম্মদ মুইজ্জু। শুক্রবার একাধিক অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। বৈঠক করবেন মুইজ্জুর সঙ্গেও। দু’দিনের মলদ্বীপ সফরে গেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতীয় অনুদানে একাধিক প্রকল্পের কাজ শুরু হচ্ছে দ্বীপরাষ্ট্রে। সেই সব প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সঙ্গে মলদ্বীপের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানেও যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর।


