লোকসভা নির্বাচন সামনেই। তার আগেই কর্মীদের জন্য নতুন বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার দিল্লির ভারত মণ্ডপম-এ বিজেপির রাষ্ট্রীয় অধিবেশনে সামিল দেশের দেশের সব রাজ্যের বিজেপি নেতৃত্ব। স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা করেছিলেন এবার নির্বাচনে বিজেপির স্লোগান হবে, ‘‘আরও একবার, মোদি সরকার’’। রবিবার প্রধানমন্ত্রীর ভাষণেও পাওয়া গেল বিজেপির ‘মাস্টার প্ল্যানের’ ইঙ্গিত। এদিন প্রধানমন্ত্রী বিজেপি কর্মীদের ১০০ দিনের কাজ দিলেন। তিনি জানালেন ১০০ দিনে কর্মীদের প্রতিটি ভোটারের কাছে পৌঁছতে হবে। ‘‘আমাদের সকলের বিশ্বাস অর্জন করতে হবে।’’ প্রসঙ্গত মহিলাদের সমর্থন না পেলে যে আগামী লোকসভা নির্বাচনে ভাল ফল করা কার্যত অসম্ভব৷ সে কথা মাথায় রেখেই এবার মহিলাদের জন্য একগুচ্ছ সুযোগ সুবিধার ঘোষণা মোদি সরকারের। সূত্রের খবর বঙ্গ সফরে আসতে পারেন প্রধানমন্ত্রী। আগামী ৭ মার্চ বারাসতে নরেন্দ্র মোদির সভার সম্ভাবনা। সন্দেশখালি ইস্যুকে হাতিয়ার করে মহিলা ন্যায় সমাবেশের আয়োজন করতে চলেছে বঙ্গ বিজেপি। আর সেই সমাবেশেই বক্তৃতা করার কথা প্রধানমন্ত্রীর৷ গত ১০ বছরে তাঁর সরকার বিভিন্ন ভবিষ্যতমুখী নীতি এবং সাহসী সিদ্ধান্তনিয়েছে। শ্রী মোদী বলেন, রাম মন্দির নির্মাণের মতো বহু দশকের অসম্পূর্ণ কাজ এছাড়া,কর্তারপুর করিডোর খুলে দেওয়া, সংবিধানের ৩৭০ধারা বিলোপ এবং নতুন শিক্ষানীতি রূপায়নের মতো কাজ করা সম্পূর্ণ করা সম্ভবহয়েছে। দেশের সংস্কৃতি এবং ইতিহাসকেভিত্তি করেই জাতির ভবিষ্যৎ গড়ে ওঠে বলে তিনি অভিমত প্রকাশ করেন।