দেশ

PM Modi Donates Party Fund : বিজেপির তহবিলে ২০০০ টাকা দিলেন প্রধানমন্ত্রী, ‘দেশ গঠনে’ নাগরিকদের কাছে চাইলেন অনুদান

দলের তহবিলে ২০০০ টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। লোকসভা ভোটের আগে বিজেপির তহবিলে ২০০০ টাকা অনুদান দিয়েছেন তিনি। পাশাপাশি সকলকে দলের তহবিলে অনুদানের জন্য আহ্বানও জানিয়েছেন।এক্স হ্যান্ডেলে(সাবেক টুইটার) প্রধানমন্ত্রী দেশের সকল নাগরিককে নমো অ্যাপের মাধ্যমে ‘দেশের উন্নতির জন্য দান’ (ডোনেশন ফর ন্য়াশন বিল্ডিং) প্রচারাভিযানের অংশ হওয়ার জন্য নাগরিকদের আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী এক্স হ্য়ান্ডেলে লিখেছেন, ‘@BJP4India-এ অবদান রাখতে পেরে ও বিকশিত ভারত গড়ে তোলার প্রচেষ্টাকে শক্তিশালী করতে পেরে আমি আনন্দিত। সকলকে NaMoApp-এর মাধ্যমে #DonationForNation Building-এ অংশ নেওয়ার জন্য অনুরোধ করছি।’ নিজের অনুদানের রসিদ সহ টুইট করেছেন প্রধানমন্ত্রী।