নয়াদিল্লিঃ আগামীকাল বিকেল ৩টে নাগাদ ফের সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে বৈঠক করবেন প্রধানমন্ত্রী। এটা এধরনের পঞ্চম বৈঠক। রবিবার প্রধানমন্ত্রীর দপ্তর সূত্রে এখবর জানানো হয়েছে। আগামী ১৭ তারিখ তৃতীয় দফার লকডাউন শেষ হওয়ার কথা। সেব্যাপারেই মুখ্যমন্ত্রীদের সঙ্গে আলোচনা হওয়ার কথা বলে মনে করা হচ্ছে। সূত্রের খবর, বেশিরভাগ রাজ্যই রেড, অরেঞ্জ এবং গ্রিন জোন চিহ্নিতকরণের বিরোধিতা করেছে। কারণ পরিযায়ী শ্রমিকরা রাজ্যগুলিতে ফেরার পর অনেক জায়গাতেই মোট সংক্রমিতের সংখ্যা বেড়ে গিয়ে রেড জোনের আওতায় চলে গিয়েছে। রাজ্য প্রশাসনগুলি আপত্তি তুলে বলেছে, এভাবে বেশিরভাগ অঞ্চল রেড জোনভুক্ত হয়ে গেলে স্বাভাবিক দশায় ফিরতে সমস্যা হবে। তাই যেসব এলাকায় কোয়ারানটাইন সেন্টার রয়েছে সেগুলিকেই রেড জোনভুক্ত করার দাবি জানিয়েছে রাজ্যগুলি।