কলকাতা

সঞ্জয়, সন্দীপ সহ ৬ জনের পলিগ্রাফ পরীক্ষার জন্য দিল্লি থেকে কলকাতায় এলো সিবিআইয়ের বিশেষ দল

অনুমতি আগেই মিলেছিল। শনিবারই কলকাতার সিজিও কমপ্লেক্সে সিবিআই দফতরে সন্দীপ ঘোষ এবং বাকিদের পলিগ্রাফ পরীক্ষার প্রক্রিয়া শুরু হল। মোট ছ’জনের পলিগ্রাফ পরীক্ষা হবে। দিল্লি থেকে সিবিআইয়ের একটি বিশেষ দল এর জন্য কলকাতায় এসেছে। শনিবারই সকলের পলিগ্রাফ পরীক্ষা করানো যাবে কি না, তা স্পষ্ট নয়। আরজি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ-খুনে অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারের পলিগ্রাফ পরীক্ষাও শনিবার করতে পারে সিবিআই। তিনি জেল হেফাজতে রয়েছেন। সিজিও কমপ্লেক্সে শনিবার সকালেই পৌঁছে গিয়েছিলেন সন্দীপ। তিনি এই নিয়ে টানা ন’দিন সিবিআই দফতরে হাজিরা দিয়েছেন। আগেই তাঁর পলিগ্রাফ পরীক্ষার অনুমতি চেয়ে শিয়ালদহ আদালতে আবেদন জানিয়েছিল কেন্দ্রীয় সংস্থা। শুক্রবার সেই অনুমতি মিলেছে। সন্দীপও পলিগ্রাফ পরীক্ষায় সম্মতি দিয়েছেন। তাঁর সম্মতি ছাড়া এই পরীক্ষা সম্ভব হত না। শনিবার সিজিওতে এসেছেন কলকাতা পুলিশের চার আধিকারিকও। সন্দীপ ছাড়াও আরজি করের চার জন চিকিৎসক পড়ুয়া এবং মূল অভিযুক্তের এক ঘনিষ্ঠের পলিগ্রাফ পরীক্ষা করানো হবে। সেই সংক্রান্ত প্রয়োজনীয় অনুমতি সংগ্রহ করেছে কেন্দ্রীয় সংস্থা। শনিবার সকালেই সিজিওতে পলিগ্রাফ পরীক্ষার তোড়জোর শুরু হয়েছে। সূত্রের খবর, একসঙ্গে সকলের পলিগ্রাফ পরীক্ষা হবে না। এক এক করে ছ’জনের পরীক্ষা করানো হবে। তা সময়সাপেক্ষ। শুক্রবার ধৃত সিভিক ভলান্টিয়ার Sanjoy Rai-কে জেল হেফাজতে পাঠিয়েছে আদালত। তাঁর পলিগ্রাফ পরীক্ষা করানোর বিষয়েও তোড়জোর শুরু হয়েছে বলে সিবিআই সূত্রে খবর। তাঁকে জেলের বাইরে এনে পরীক্ষা করানো হবে না কি জেলের ভিতরেই পলিগ্রাফ পরীক্ষা সম্ভব, তা এখনও স্পষ্ট হয়নি।